POETRY / JAGADISH PAL / SOMBARI DIBAS / MUKTADHARA / 19 SEPTEMBER 2025 3rd YEAR

কবিতা / চক্রবর্তী / প্রথম প্রেম / মুক্তধারা / ১৯ সেপ্টেম্বর ২০২৫ / বর্ষ ৩

সাহিত্যের পাতা

POETRY   JAGADISH PAL  SOMBARI DIBAS  MUKTADHARA  19 SEPTEMBER 2025 3rd YEAR

কবিতা  

মুক্তধারা  

সোমবারী দিবস 
 
 

জগদীশ পাল 

 

১৭ সেপ্টেম্বর ২০২৫ / বর্ষ ৩

 

 

শহুরে বাবু আমাদের গ্রামে এসেছে।
আমাদের গ্রাম,ছোটো ছোটো পাহাড় জঙ্গল
আর ছোট্ট নদী ঘাগরা শুয়ে থাকে রোদের উপর 
ঘাগরাসিনি তাকে পাহারা দেয়।

সারাদিন ঘুরে বেড়ানোর পর 
মহুলের গন্ধ মেখে, কাঁচা শালপাতার থালায় 
বনমোরোগের মাংস সহ 
মোটা চালের ভাত খায় শহুরে বাবু 
আজ অনেক রাতে চলে যাবে সে 
অতিথিবৎসল সোমবারী চা দেয় 
খড়গোচ পাতা দিয়ে 
একটা বেপরোয়া ঘুটঘুটে অন্ধকার..
এগিয়ে যায় সোমবারীর আদুল শরীরের দিকে,
সোমবারী ভয় পায়...
চিৎকার করে ডাকে আমার নাম ধরে!
দেওয়ালে আঁকা টাঙ্গি, কুরাট তাবলা 
সমস্ত অস্ত্র গুলো জীবন্ত হয়ে ওঠে..

আমাদের গ্রামে এখন ফাগুন মাস।

 

Comments :0

Login to leave a comment