ঐতিহ্যের শহর রানিগঞ্জ শহরকে রক্ষা করতে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানান সিপিআই(এম) রানিগঞ্জ এরিয়া কমিটি। বুধবার রানিগঞ্জ গরাই অয়েল মিলের সামনে নাগরিক কনভেনশন হয়। কনভেনশন থেকে দাবি উঠে ওসিপি করে রানিগঞ্জ খনি শহরকে ধ্বংস করা চলবে না। "রানিগঞ্জ শহরকে রক্ষা করো" এই দাবির প্রস্তাবক উত্থাপন করেন অবসরপ্রাপ্ত শিক্ষক কল্লোল ঘোষ। দাবির সমর্থনে বক্তব্য রাখেন, প্রাক্তন বিধায়ক রুনু দত্ত, প্রাক্তন কাউন্সিলর অনুপ মিত্র, পার্টিনেতা সুপ্রিয় রায়, কাউন্সিলর নারায়ণ বাউরি, প্রাক্তন কাউন্সিলর বিজয় সিং, শিক্ষক দুলাল কর্মকার, এন কে সিং প্রমুখ।
রানিগঞ্জবাসীর অভিযোগ, সম্প্রতি ইসিএল রানিগঞ্জ শহরে ওসিপি ( খোলামুখ খনি) করার জন্য তৎপর হয়েছে। ইতিমধ্যে কয়েকটি এলাকায় নোটিশ দিচ্ছে ইসিএল। ওসিপি হলে দীর্ঘদিনের বসতি উচ্ছেদ হবে । শহরের অস্তিত্ব বিপন্ন হবে । শহর থেকে দূরে ফাঁকা জায়গায় খোলামুখ খনি করতে হবে । শহরের ধসপ্রবণ বলে চিহ্নিত এলাকায় ভূগর্ভে বালি ভরাট করে স্থিতাবস্থা ফিরিয়ে আনতে হবে । এছাড়া পৌরসভা ধসপ্রবণ এলাকা বলে বিভিন্ন এলাকায় নির্মাণ কাজের অনুমতি দিচ্ছেন না । পৌরসভাকে ধসপ্রবণ এলাকার তালিকা দিতে হবে ।
অন্যদিকে দামোদর নদী থেকে প্রতিনিয়ত অবৈধ বালি উত্তোলনের ফলে রানিগঞ্জে জলসঙ্কট তীব্র হচ্ছে। পরিবেশ বিপন্ন হচ্ছে। দুষণ বাড়ছে। প্রশাসনের মদতে বালি লুট চলছে। বক্তাদের আলোচনায় সেকথা উঠে আসে। কেন্দ্র ও রাজ্যের দুই সরকারকে দায়ী করে আন্দোলন জারি রাখার শপথ নেওয়া হয়।
Raniganj Convention
শহরে খোলামুখ খনি, রানিগঞ্জে আন্দোলনে সিপিআই(এম)
×
Comments :0