নদীয়ার কৃষ্ণনগরে মহিলা কনস্টেবেলকে শ্লীলতাহানির অভিযোগের গ্রেপ্তার পুলিশ আধিকারিক। অভিযোগ কর্তব্যরত অবস্থায় রাস্তার মধ্যে প্রকাশ্যে মহিলা কনস্টেবেলের শ্লীলতাহানি করেছে সে।
চাকদহ থানায় অভিযোগ জানানো হলে তাকে আটক করা হয়। অভিযুক্ত পুলিশ আধিকারিকের নাম অনিমেষ দাস। ডিআইবি পদে তিনি কর্মরত।
পুলিশ সূত্রে খবর, ২১ জানুয়ারী একই ঘটনায় নবদ্বীপ থানাতেও একটি অভিযোগ করে ওই মহিলা কনস্টেবল।
ধৃতের বিরুদ্ধে শ্লীলতাহানি, বেআইনি ভাবে আটক, মারধর, ভয় দেখানো সহ একাধিক ধারায় মামলা দায়ের করে পুলিশ। এদিন ধৃত পুলিশ অফিসারকে কল্যানী আদালতে পেশ করা হয়।
Comments :0