কবিতা
মুক্তধারা
রবির আলোয়
সুব্রত চৌধুরী
কবিপক্ষ - ৯ মে ২০২৫ / বর্ষ ৩
রবি আমার সত্তা জুড়ে
ছন্দ কাব্য গানে,
রবির লেখায় পাই যে খুঁজে
বেঁচে থাকার মানে।
রবির নামে সুখের খামে
সমুখ পানে ছুটি,
রবির আলোয় অসুন্দরের
চেপে ধরি টুটি।
রবির আশীষ মাথায় মেখে
জীবনটুকু কাটে,
রবির সুরে মেতে বেড়াই
জীবনবোধের পাঠে ।
জন্মদিনে খুশির ঊর্মি
আছড়ে পড়ে তটে,
রবির ছবি ভাসে আজো
সবার মানসপটে।
—————————-
আটলান্টিক সিটি, নিউ জার্সি, যুক্তরাষ্ট্র
Comments :0