flood delhi shastri park

বন্যা পরিস্থিতির উন্নতি উত্তর ভারতে, দিল্লিতে আশ্রয় শিবির

জাতীয়

দিল্লির শাস্ত্রী পার্ক মেট্রো স্টেশন এলাকায় আশ্রয় শিবির

জম্মু ও কাশ্মীরে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে বলে জানাচ্ছে প্রশাসন। ঝিলমের জলস্তর অনেকটা কমেছে। জানা যাচ্ছে , গত ২৪ ঘন্টায় এরাজ্যে বৃষ্টিপাতও অনেকটা কম। পাঞ্জাবের কয়েকটি বন্যার জল ধীরে ধীরে কমছে।
ঝিলমের সব উপনদীর জলস্তর এখন বিপদসীমার নিচে। উত্তর কাশ্মীরের অনন্তনাগ এবং বান্দিপোরা জেলায় বন্যা পরিস্থিতি কিছুটা ভালো। আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, আগামী ২৪ ঘন্টার মধ্যে কাশ্মীরের আবহাওয়া শুষ্ক হতে পারে। তবে দু-তিনটি জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।   
কাশ্মীরের প্লাবিত অঞ্চলগুলি থেকে জল ধীরে ধীরে সরে যাচ্ছে। জল নামার সময় বহু জায়গায় মাটির ক্ষয় হচ্ছে, ফলস্বরূপ চাষবাসের ক্ষতি, নদীর পার ক্ষয় এবং জনজীবন ব্যাহত হচ্ছে।  
এছাড়াও স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠানগুলি আরও তিন দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। কাশ্মীরের জনজীবন ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। বন্যা পরবর্তী পরিস্থিতি সম্পর্কে একটা বৈঠক করবেন বলেও জানা যাচ্ছে।
পাঞ্জাবের বেশ কিছু জায়গায় বন্যা পরিস্থিতি আগের তুলনায় ভাল বলে জানিয়েছে প্রশাসন। পাঞ্জাব সরকারের একটি প্রতিনিধি দল হোসিয়ারপুরের বন্যার কবলে থাকা এলাকা পরিদর্শনে গেছে। প্রশাসন জানিয়েছে বন্যার্তদের মধ্যে উদ্ধারকাজ চলছে টানা।,কেন্দ্রীয় কৃষিমন্ত্রী এবং একটি  কেন্দ্রীয় দল প্রতি বন্যাকবলিত এলাকা পরিদর্শন করছে।
দিল্লির বহু জায়গা শুক্রবারও জলের তোলায়। কাশ্মীরী গেট এলাকায় বন্ধ রয়েছে বাজার এলাকা। শাস্ত্রী পার্ক মেট্রো স্টেশনের কাছে আশ্রয়হারা বেশ কিছু পরিবার আশ্রয় নিয়েছে।  

Comments :0

Login to leave a comment