PROBANDHAY — TAPAN KUMAR BAIRAGYA —SHARATCHANDRA — MUKTADHARA — 18 SEPTEMBER 2025, 3rd YEAR

প্রবন্ধ — তপন কুমার বৈরাগ্য — শরৎচন্দ্রের শ্রেষ্ঠ বন্ধু — মুক্তধারা — ১৮ সেপ্টেম্বর ২০২৫, বর্ষ ৩

সাহিত্যের পাতা

PROBANDHAY  TAPAN KUMAR BAIRAGYA SHARATCHANDRA  MUKTADHARA  18 SEPTEMBER 2025 3rd YEAR

প্রবন্ধমুক্তধারা, বর্ষ ৩ 

শরৎচন্দ্রের শ্রেষ্ঠ বন্ধু
 

তপন কুমার বৈরাগ্য
 

১৮৭৬ সালের ১৫ই ভাদ্র শরৎচন্দ্র হুগলী জেলার
দেবানন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন।পিতার
নাম মতিলাল চট্টোপাধ্যায় এবং মাতার নাম
ভুবনমোহিনী দেবী।
শরৎচন্দ্রের ছেলেবেলা খুব দুঃখকষ্টের মধ্যে কাটে।
কিছুদিন গ্রামের পাঠশালায় পড়ার পর মামার বাড়ি
ভাগলপুরে চলে আসতে হয়। এইখানেও তাঁর সঙ্গে
বেশ কিছু ছেলের সঙ্গে বন্ধুত্ব হয়। এইখানে তিনি
গাছে উঠতে শেখেন।সাঁতার কাটতে শেখেন।
দুঃসাহসিক সব কাজে এগিয়ে যান। 
ভাগলপুরের আদমপুর ক্লাবে তিনি অভিনয়
করে ও খেলাধূলা করে কাটাতে লাগলেন।
ভাগলপুর মাঠে সেদিন ছিলো ফুটবল খেলা।শরৎচন্দ্রও
ক্লাবের খেলোয়াড় ছিলেন। খেলার মাঝপথে দুইদলের
খেলোয়াড়দের মধ্যে মারামারি লেগে যায়।সবচেয়ে
বেশি বিপদে পড়েন শরৎচন্দ্র। কোথা থেকে ইন্দ্রনাথ
এসে উপস্থিত।এই বিপদ থেকে ইন্দ্রনাথ তাঁকে বাঁচালেন।
আসলে ইনি শরৎচন্দ্রের শ্রীকান্ত উপন্যাসের চরিত্র
ইন্দ্রনাথ ।যার আসলনাম রাজেন্দ্রনাথ মজুমদার।
যার ডাকনাম ছিলো রাজু। কতো দুঃসাহসিক অভিযান
শরৎচন্দ্র তাঁর সাথে করেছেন।কোনোদিন শরৎচন্দ্রকে
একটা কাঁটার আঁচড় পর্যন্ত তাঁর গায়ে লাগতে দেন নি।
শরৎচন্দ্রের শ্রীকান্ত উপন্যাস চারটি খন্ডে প্রকাশিত হয়।
প্রথমখন্ড প্রকাশিত হয় ১৯১৭খ্রিস্টাব্দে, দ্বিতীয়খন্ড
প্রকাশিত হয় -১৯১৮ ,তৃতীয়খন্ড
প্রকাশিত হয়-১৯২৭খ্রিস্টাব্দে,চতুর্থখন্ড প্রকাশিত হয়
১৯৩৩খ্রিস্টাব্দে। এই শ্রীকান্ত উপন্যাসের গুরুত্বপূর্ণ
চরিত্র ইন্দ্রনাথ ।যার আসলনাম রাজেন্দ্রনাথ মজুমদার।
শরৎচন্দ্র নিজেই লিখেছেন --রাজুর কথা আমি কোনদিনই
ভুলতে পারব না। যে আমাকে অনেক  কিছু দিয়ে
গেছে।তাঁর সে দানের ঋণ শোধ হবার নয়।
সাহস,নির্লিপ্ততা,চঞ্চলতা,পরোপকারী এমন একজন
বন্ধুকে শরৎচন্দ্র জীবনে পেয়েছিলেন।জীবন মৃত্যুর
পাশাপাশি দাঁড়িয়ে এই বন্ধুর স্বার্থত্যাগ শরৎচন্দ্র কোনোদিন
ভুলতে পারেননি।যার অযাতিত দান শরৎচন্দ্রের মনকে
কৃতজ্ঞতায় ভরিয়ে তুলেছে। এই ইন্দ্রনাথের সাহসীকতার
পরিচয় পাই শ্রীনাথ বহুরূপী বাঘ সেজে যখন এসেছিল।
ইন্দ্রনাথের লন্ঠন হাতে বাঘ খুঁজতে বের হয়।
তারপর একের পর এক লেখকের সঙ্গে দুঃসাহসিক
অভিযান কখনো ভূলবার নয়।
এমন হৃদয় ঈশ্বর যেন তাঁর দিকে গড়িয়ে দিয়েছিলেন।
তাই শরৎচন্দ্রের আত্মজীবনীমূলক উপন্যাস শ্রীকান্তে
এই রাজুই তাঁর শ্রেষ্ঠ বন্ধু ইন্দ্রনাথ।

 
 

Comments :0

Login to leave a comment