ভারতের মাটিতে একদিনের ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তান অংশগ্রহণ করবে কিনা, সেই জট কাটছেই না। এশিয়া কাপ ও বিশ্বকাপ, এই দুই টুর্নামেন্টে ভারত-পাক ক্রিকেট দলের খেলা নিয়ে শুরু হয় বিরোধ। বিশ্বকাপের আগে রয়েছে এশিয়া কাপ। সেই টুর্নামেন্টে পাকিস্তান আয়োজক হলেও ভারতের কারণেই শ্রীলঙ্কা ও পাকিস্তান দু’দেশের মাঠে হতে চলেছে এশিয়া কাপ। এবার সেই বিতর্ক টেনে পাকিস্তানের ক্রীড়ামন্ত্রী এহসান মাজারির মন্তব্যে ফের বিশ্বকাপে বাবর আজমদের খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিল!
একটি ইংরেজি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আহসান মাজারি বলেছেন, ‘এটা আমার ব্যক্তিগত মতামত। যেহেতু পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আমার মন্ত্রকের অধীনে আসে, ভারত যদি তাদের এশিয়া কাপের ম্যাচগুলি নিরপেক্ষ দেশের মাঠে খেলার দাবি করে, আমরা ভারতে আমাদের বিশ্বকাপের ম্যাচগুলির জন্যও একই দাবি করব।’
ইতিমধ্যেই বাবরদের প্রতিযোগিতায় অংশগ্রহণের বিষয়ে পাক বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টোর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের কমিটি তৈরি করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
সেই কমিটি সব কিছু খতিয়ে দেখে রিপোর্ট জমা দেবে সরকারের কাছে। এই বিষয়ে ক্রীড়ামন্ত্রী বলেন, ‘মন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি কমিটির প্রধান। বাকি কমিটির ১১ জনের মধ্যে আমিও রয়েছি। আমরা বিষয়টি নিয়ে আলোচনা করব এবং প্রধানমন্ত্রীকে আমাদের সুপারিশ দেব, যিনি পিসিবির পৃষ্ঠপোষক-ইন-চিফও। তিনিই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।’ মাজারি আরও বলেন, ‘ভারত খেলাধুলার মধ্যে রাজনীতিতে নিয়ে আসে। ভারত সরকার কেন তাদের ক্রিকেট দলকে এখানে পাঠাতে চায় না তা আমি বুঝতে পারি না। কিছুদিন আগে একটি ভারতীয় বেসবল দল ইসলামাবাদে খেলতে এসেছিল। সেখানে একটি ব্রিজ টিমও ছিল। তারা পাকিস্তান ভ্রমণ করেছিল। সেখানে ৬০ জনেরও বেশি লোক ছিল। আমি অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলাম। তারা এখানে জিতেছে এবং চলে গেছে। পাকিস্তানের ফুটবল, হকি এবং দাবা দলগুলোও ভারতে খেলতে যায়।’
Comments :0