Panchayat violence

বদলালো না হিংসার ছবি, আক্রান্ত বিরোধী প্রার্থীরা

রাজ্য পঞ্চায়েত ২০২৩

নির্বাচনের ৪৮ ঘণ্টা বাকি। তাও বদলালো না হিংসার ছবি।
মুর্শিদাবাদের জঙ্গিপুরে - রঘুনাথগঞ্জে সিপিআই(এম) প্রার্থীর ওপর হামলা চালালো তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা।
ওই একই জেলায় ভোটের মুখে বোমা বাঁধতে গিয়ে ফের মৃত্যু হল এক দুষ্কৃতীর।  বেলডাঙ্গার  ভাবতা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মহেশপুরের মাঠে এদিন সকালে দেখা যায় এক ব্যক্তির দেহ। মৃত ব্যক্তির নাম কামাল শেখ, তিনি ওই গ্রামেরই বাসিন্দা। পেশাদার হিসেবেই বোম বাঁধেন ওই ব্যক্তি। স্থানীয়রা জানান, মহেশপুর মোড় থেকে এক কিলোমিটার দূরে রাস্তার পাশে ওই ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়দের দাবি, সকালে ওই এলাকায় যেতেই দেখা যায় কামাল শেখের নিথর দেহ। মৃতদেহ দেখে পরিবারের অনুমান, বোমা বিস্ফোরণেই মৃত্যু হয়েছে তাঁর। স্থানীয় সূত্রে খবর, বোমা বাঁধতে গিয়েছিলেন কামাল শেখ। সেই সময়েই বিস্ফোরণ হয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে এসেছে। ২৪ জুন শনিবার বেলডাঙা  থানার মঝঝমপুর বাগানপাড়া এলাকায় বোমা বাঁধতে গিয়ে মৃত্যু হয় বেলডাঙার কাপাসডাঙা এলাকার বাসিন্দা আলিম বিশ্বাসের।
অন্যদিকে হিংলো পঞ্চায়েতের সারেন্ডায় খুন হলেন এক বিজেপি কর্মী। দিলীপ মাহারা খুন হয়েছেন। দিলীপ মাহারার স্ত্রী নির্দল প্রার্থী ছিল বিজেপির কৌশল গত কারনে। তবে ভোট  করছিলেন বিজেপির হয়ে। পলন সংসদের প্রার্থী ছিলেন। বাড়ি সারেন্ডা গতকাল রাত্রে চন্দ্রপুর সারেন্ডা রাস্তায় এক পুকুরের ধারে তার দেহ উদ্ধার হয়েছে। গলায় স্বাসরোধের চিহ্ন। বুলেটের খোল পাওয়া দেহের পাশ থেকে। ঘটনাস্থলে উত্তেজনা।

Comments :0

Login to leave a comment