Kuwait Fire

কুয়েত থেকে শ্রমিকদের দেহ পৌঁছাল কেরালায়

জাতীয় আন্তর্জাতিক

কুয়েত ভবনে অগ্নিকাণ্ডে নিহত ৪৫ জন ভারতীয় শ্রমিকের দেহাবশেষ নিয়ে ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ বিমান শুক্রবার ভোরে কেরালার উদ্দেশে রওনা দেয়।
সেটা আজ সকাল সাড়া দশটা নাগাদ কোচিন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
পরে দিল্লির কুয়েত দূতাবাস কুয়েতের একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতদের প্রতি সমবেদনা ও সংহতি প্রকাশ করে।
নিহতদের মধ্যে কেরালার ২৩ জন, তামিলনাড়ুর সাতজন, অন্ধ্রপ্রদেশ ও উত্তর প্রদেশের তিনজন করে, ওড়িশার দুজন করে এবং মহারাষ্ট্র, কর্ণাটক, বিহার, পশ্চিমবঙ্গ, পাঞ্জাব, হরিয়ানা ও ঝাড়খণ্ডের একজন করে রয়েছেন।
এদিকে, বিমান অবতরণের পরেই মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নও কোচিন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে যান।

Comments :0

Login to leave a comment