মারাত্মক অভিযোগ তুলেছেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিক। কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার চুপ রয়েছে কেন? এই মর্মে প্রশ্ন তুলল সিপিআই(এম)। পার্টি পলিট ব্যুরোর দাবি, মালিকের অভিযোগের ভিত্তিতে স্পষ্ট করে বক্তব্য জানাতে হবে মোদী সরকারকে।
সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে মুখোমুখি হয়ে পুলওয়ামা নাশকতা প্রসঙ্গে মারাত্মক অভিযোগ তুলেছেন মালিক। যিনি নিজে বিজেপি নেতাও। এই নাশকতায় নিহত হন আধা সামরিক বাহিনীর ৪০ জন জওয়ান। সরাসরি কেন্দ্রীয় সরকারের গাফিলতিকেই ঘটনার জন্য দায়ী করেছেন মালিক। এই ঘটনার কিছু পরে বালাকোটে বিমানহানা চালায় ভারতীয় বিমানবাহিনী। ২০১৯’র লোকসভা নির্বাচনে ‘পাকিস্তান ঢুকে সন্ত্রাসবাদী ঘাঁটি নিকেশ’ করার প্রচার চালায় ব্যাপকমাত্রায় চালায় বিজেপি।
সোমবার পলিট ব্যুরোর বিবৃতিতে বলা হয়েছে, ‘‘পুলওয়ামার সন্ত্রাসবাদী হামলা, যেখানে সিআরপিএফ’র ৪০ জওয়ান নিহত হয়েছেন, তা নিয়ে অভিযোগ মারাত্মক। দেশের সুরক্ষার প্রশ্নে গুরুত্বপূর্ণ। জাতীয় সুরক্ষা সুনিশ্চিত করার ক্ষেত্রে গাফলতির অভিযোগ কোনোভাবেই পাশ কাটানো যাবে না।’’
পলিট ব্যুরো বলেছে, ‘‘সংবিধানের ৩৭০ ধারা এবং ৩৫ক ধারা বাতিল প্রসঙ্গে মালিকের অভিযোগ একইভাবে গুরুত্বপূর্ণ।’’
পলিট ব্যুরো বলেছে, ‘‘মোদী সরকারের নীরবতা দেশের সুরক্ষা, ঐক্য এবং সংহতির পক্ষে ক্ষতিকর। জাতীয় সুরক্ষা এবং সাংবিধানিক গরিমা রক্ষায় মোদী সরকারের ব্যাখ্যা দেওয়া উচিত। মোদী সরকার নীরব থাকতে পারে না।’’
Comments :0