Villagers Protest

পানীয় জলের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের

জেলা

ক্যাপশন- পানীয় জলের দাবিতে মহিলারা বিক্ষোভ দেখাচ্ছেন।

কল আছে জল নেই যদিও বা জল আসে সেটা ঘোলা মশার ডিমে বোঝাই সে জল পানযোগ্য তো নয়ই বাসন মাজা কাপড় কাঁচাও যায়না দুর্গন্ধে পরিপূর্ণ। অনেক বাড়ি একেবারেই জল থেকে বঞ্চিত কারণ সেদিকে জলের পাইপ দেওয়া হয়নি। এমনই সব অভিযোগ নিয়ে বালতি হাতে পাকা রাস্তায় এসে বিক্ষোভ দেখালেন ধূপগুড়ি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের  মহিলারা। পৌরসভার এলাকা হলেও ওই ওয়ার্ড গ্রামীণ এলাকা। বেশির ভাগ মানুষ কৃষি নির্ভর। ক্ষুদ্র ব্যবসায়ী খেত মজুর  শ্রেণির মানুষের বসবাস। পানীয় জলের অভাব তীব্র। এলাকার মাঝ দিয়ে রেল লাইন। লাইনের ধারে একপাশে বিডিও অফিস আরেক পাশে এই ওয়ার্ডের অবস্থান। তৃণমূল পরিচালিত পৌরসভার বিভিন্ন ওয়ার্ডেই পানীয় জল নিয়ে দিনদিন মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। জল নিয়ে একই ক্ষোভ দেখা গেল পাঁচ নম্বর ওয়ার্ডের মধ্যপাড়ায়। এই এলাকার শুক্লা মোদক, বিপুল রায় জানালেন, বাড়িতে যায়গা কম কুয়ো টিউব ওয়েল বসানো সম্ভব না। ট্যাপ কলের জলের ভরসায় থাকি অথচ দু মাস ধরে জলের কষ্টে আছি। চার দিকে এখন ডেঙ্গুর ভয় কিন্তু সাপ্লাইয়ের জলে মশার ডিমে ভর্তি। নির্বিকার পৌরসভা। ভোটের সময় বাড়ি বাড়ি জল দেবার প্রচারের চমক। পাঁচ বছর শেষ হয়ে গেছে সেই জলের  সরবরাহের কাজ থমকে। তাদের অভিযোগ সব বাড়িতে জল দেওয়া হয়নাই।

Comments :0

Login to leave a comment