পুলিশি হয়রানি বন্ধ, ভিন্ রাজ্যে ফসল রপ্তানির নিষেধাজ্ঞা বাতিল সহ ১০ দফা দাবিতে বিক্ষোভ দেখালেন আলু চাষিরা। মঙ্গলবার জলপাইগুড়ির কয়েক হাজার আলু চাষি এই দাবিতেই করলেন মিছিল।
জেলা শাসকের দপ্তরে আলু চাষিরা ঢুকতে গেলে পুলিশি বাধা দেয়। জেলা শাসকের দপ্তরের গেটের সামনে আলু ফেলে বিক্ষোভ শুরু করেন আলু চাষিরা।
বিক্ষোভকারীদের বক্তব্য, হিমঘরে বা খুচরা আলুর দোকানে মুখ্যমন্ত্রীর নির্দেশে এসডিও,জেলা শাসক এসে সাধারণ আলু ব্যবসায়ীদের চোখ রাঙালেই দাম কমবে না আলুর। চাহিদা ও জোগানের আনুপাতিক হারের সঙ্গে উৎপাদন মূল্য, গাড়ি ভাড়া,ভরা বর্ষায় বস্তায় পচে যাওয়া আলুর হিসাব ধরেই বাজারে বিক্রি হচ্ছে আলু। বর্ষায় সব্জির দাম প্রতি বছরই কিছুটা বেশি থাকে এবার তার ব্যতিক্রম হয়নি।
এদিন, পুলিশি বাধার মুখে পড়ে আলু চাষিদের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে জেলা শাসকের দপ্তরের সামনের রাস্তা। এরপর পাঁচজন আলু চাষি দেখা করতে যান জেলা শাসকের সঙ্গে। তবে জেলা শাসককে তাঁরা পাননি। অতিরিক্ত জেলা শাসককে বক্তব্য জানান।
সম্প্রতি সরকারি নির্দেশে আলু অন্য রাজ্যে বিক্রিতে নিষেধাজ্ঞা জারি হয়েছে। তার প্রতিবাদের পাশাপাশি ন্যায্যমূল্য সরকারকে আলু কেনার দাবি জানান আলু চাষিরা। সারের কালোবাজারি বন্ধ, আলুর বন্ডের কালোবাজারি বন্ধের মতো ১০ দফা দাবি স্মারক লিপিতে তুলে ধরেন তাঁরা।
এই প্রসঙ্গে জলপাইগুড়ি জেলার আলু চাষি সংগঠনের পক্ষে প্রদীপ দত্ত ক্ষোভের সঙ্গে জানান, আলু চাষিদের ওপর অত্যাচার চালিয়ে যাচ্ছে রাজ্যে সরকারের পুলিশ। আমরা চাই ন্যায্য মূল্যে রাজ্যে সরকার সব আলু কিনে নিক। আলু চাষী অঞ্জন সেন, মতিয়ার রহমান, বিকাশ সূত্রধররা জানান, করোনা পরবর্তী সময়ে লোকসান হয়েছে। তখন সরকার তাদের খোঁজও নেয়নি। এ বছর আলুর দাম কিছুটা বাড়ায় সামান্য
হাসি ফুটেছিল আলু চাষীদের। ৭০ শতাংশ আলু বাইরের রাজ্যে যায়। ভিন্ রাজ্যে যেতে না দেওয়ায় ট্রাকেই পচে যাচ্ছে আলু।
আলুর দাম না পেয়ে বহু কৃষক আত্মহত্যা করেছেন। জমি বাড়ি বন্ধক দিয়ে টাকা জোগার করে আলু চাষ করেছেন। তাঁরা বলেছেন, সামান্য লাভ না পেলে আলু চাষ করবে কিভাবে।।
দীর্ঘক্ষণ বিক্ষোভের পর অতিরিক্ত জেলা শাসক দাবি প্রশাসনের সংশ্লিষ্ট স্তরে পাঠানোর আশ্বাস দেন। এরপর বিক্ষোভ তুলে নেন আলু চাষিরা।
Potato Growers Protest
খরচ বাড়ছে, দামে চোখরাঙানি কেন, বিক্ষোভে আলু চাষিরা
×
Comments :0