DIAMOND COMMISSION PRATIKUR

ডায়মন্ডে ভোটলুটের খতিয়ান দিয়ে জাহাঙ্গিরকে নজরবন্দি করার দাবি প্রতিক উরের

রাজ্য লোকসভা ২০২৪

প্রচারে ডায়মন্ড হারবার কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী প্রতিক উর রহমান।

৪২২টি বুথে ভোটদানের হার ৯০ শতাংশ ছাড়িয়ে যায়। ৪৪৫টি বুথে ভোটদানের হার ৮০ শতাংশের ওপর। কোনও পঞ্চায়েত বা পৌরসভায় একজনও বিরোধী প্রতিনিধি নেই। ডায়মন্ডহারবারে গণতন্ত্রের চেহারা ঠিক এরকম। নির্বাচন কমিশনে গোটা সংসদীয় এলাকার ছবি তুলেও দিল সিপিআই(এম)। 
সোমবার নির্বাচন কমিশন দপ্তরে গিয়ে অবাধ ভোটদানের পক্ষে ব্যবস্থার দাবি জানিয়ে নির্দিষ্ট অভিযোগ জমা দেয় সিপিআই(এম)। ডায়মন্ডহারবার কেন্দ্রে এবার সিপিআই(এম) প্রার্থী প্রতিক উর রহমান। তিনি যান সিইও’র সঙ্গে দেখা করতে। সঙ্গে ছিলেন এই কেন্দ্রের প্রাক্তন সাংসদ এবং সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য শমীক লাহিড়ী। 
ফলতা বিধানসভা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মধ্যে। ১ জুন ভোট এই কেন্দ্রে। তার আগে নিয়ম মতো ইভিএম যন্ত্র পরীক্ষা চলেছে। রহমান বলছেন, ‘‘ফলতায় ইভিএম কমিশনিংয়ে সিপিআই(এম)’র কোনও প্রতিনদিকে অংশই নিতে দেওয়া হয়নি।’’ তাঁর দাবি, ‘‘ফলতায় মাফিয়া তৃণমূল সাংসদের সহযোগী জাহাঙ্গীর কাউকে প্রচারই করতে দিচ্ছে না। একে নজরবন্দি করতে হবে। ভোটের দিন জাহাঙ্গীর বিভিন্ন এলাকায় ভোটদাতাদের সন্ত্রস্ত করে। এবার জাহাঙ্গিরের গতিবিধি নিয়ন্ত্রণ করতে হবে কমিশনকে।’’
ডায়মন্ডহারবার কেন্দ্রে এখন সাংসদ তৃণমূলের অভিষেক ব্যানার্জি। মুখ্যমন্ত্রীর ভাইপো বিরোধী স্বর দমন করতে পুরো প্রশাসন যন্ত্রকে ব্যবহার করছেন। সংবিধানে অবাধ ভোটাধিকারের কথা বলা রয়েছ। তা নিশ্চিত করার কথা সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের। সেই দায়িত্ব নিতে হবে, বলেছেন প্রতিক উর। 
শমীক লাহিড়ী বলেছেন, ‘‘কে কাকে ভোট দেবেন সেটি পরের কথা। প্রথম কথা হলো নিজের ভোট যাতে প্রত্যেকে নিজেরা দিতে পারেন তা নিশ্চিত করা। ডায়মন্ডহারবারে গত দশ বছর জনতা নিজের ভোটের অধিকার প্রয়োগ করতে পারেননি। 
প্রতিক উর কমিশন বলেছেন, ‘‘বিরোধী স্বর দমন করা হচ্ছে দুষ্কৃতী রাজ কায়েম করে একে বন্ধ করতে হবে।’’ তাঁর দাবি, ‘‘ডায়মন্ড হারবার কেন্দ্রে কোনো কোন দুষ্কৃতী এলাকা দাপিয়ে বেড়ায় তৃণমূলের হয়ে সেই তালিকা দেওয়া হয়েছে। ভোটের দু’দিন আগে থেকে এদের হেপাজতে রাখতে হবে। আর প্রশাসন এবং পুলিশের যারা তৃণমূলের দুষ্কৃতীরাজকে মদত দেয় তাদের ভোটের দায়িত্ব থেকে সরিয়ে রাখতে হবে।’’
কমিশনের কাছে সব বুথে সিসি টিভি অথবা ওয়েবকাস্টিং নিশ্চিত করার দাবিও তুলেছেন সিপিআই(এম) প্রার্থী। বলেছেন, মিথ্যা মামলা দিয়ে বিরোধী কর্মীদের নাজেহাল করা হয়। পুলিশকে নির্দেশ দিতে হবে যাতে মিথ্যা মামলা দায়ের না হয়।

Comments :0

Login to leave a comment