Qatar

প্রাক্তন নৌসেনাদের মৃত্যুদন্ড রদ কাতারে, দাবি বিদেশ মন্ত্রকের

আন্তর্জাতিক

গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার ভারতীয় নৌবাহিনীর আট প্রাক্তন কর্মীর মৃত্যুদণ্ড রদ করে দিল কাতারের আদালত।
বৃহস্পতিবার ভারতের বিদেশ মন্ত্রকের এক বিবৃতিতে বলা হয়, ‘দাহরা গ্লোবাল মামলায় কাতারের আদালতের রায় আমরা লক্ষ্য করেছি, যেখানে সাজা রদ করা হয়েছে। বিস্তারিত রায়ের অপেক্ষায় আছি। পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নিতে আমরা আইনি দল এবং পরিবারের সদস্যদের সাথে নিবিড় যোগাযোগ রাখছি’।
‘বিদেশ মন্ত্রক বলেছে, ‘কাতারে নিযুক্ত আমাদের রাষ্ট্রদূত ও অন্যান্য কর্মকর্তারা পরিবারের সদস্যদের সঙ্গে আজ  আদালতে উপস্থিত ছিলেন। আমরা শুরু থেকেই এই প্রাক্তন নৌসেনাদের পাশে আছি।  দূতাবাস থেকে সহায়তা এবং আইনি সহায়তা অব্যাহত রাখবে ভারত। আমরা কাতারের সরকারের সঙ্গেও বিষয়টি নিয়ে আলোচনা চালিয়ে যাব। এই মামলার কার্যক্রমের গোপনীয় এবং সংবেদনশীল প্রকৃতির কারণে, এই মুহূর্তে আর কোনও মন্তব্য করা উপযুক্ত হবে না,’’ বিবৃতিতে বলা হয়।
২০২২ সালের আগস্টে দোহার দাহরা গ্লোবালের কর্মী এই ভারতীয় নাগরিকদের আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ কাতারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জনসমক্ষে প্রকাশ করেনি। ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, ইজরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ রয়েছে এই নৌবাহিনীর এই প্রাক্তন কর্মীদের বিরুদ্ধে।

Comments :0

Login to leave a comment