Weather

কাল বৃষ্টির সম্ভাবনা

রাজ্য

নিয়মিত বৃষ্টির মধ্যে চলতে থাকায় আবহাওয়ায় এখন তাপের দাবদাহ নিদারুণ কষ্ট দিচ্ছে দক্ষিণবঙ্গবাসীদের। কলকাতাসহ দক্ষিণবঙ্গে  বৃষ্টির সম্ভাবনা থাকলেও পচা ভাদ্র’র গরমে এখন নাজেহাল দশা। আবহাওয়া দপ্তরের মতে, এমন ভ্যাপশা গরম চলতে থাকলে ফের বৃষ্টির দেখা মিলবে। বুধবার থেকেই সেই বৃষ্টির রেশ মিলতে থাকবে।
দিনের কড়া রোদের মাঝে পড়ে এখন কলকাতার পারদ অনেকটা চড়ে গেছে। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে গেছে ৩৫ ডিগ্রি সেলসিয়াসে। এই তাপমাত্রা গড় স্বাভাবিক সর্বোচ্চ থেকে প্রায় ২ ডিগ্রি বেশি। রাতের  সর্বনিম্ন তাপমাত্রাও নামতে দেখা গেছে। এদিন সর্বনিম্ন তাপমাত্রা নেমে দাঁড়িয়েছে ২৮ ডিগ্রি সেলসিয়াসে। আগামীকালও সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রির আশেপাশে থাকবে। বুধবার সেই তাপমাত্রা বৃষ্টির জেরে কিছুটা কমতে পারে।
বুধবার ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলায় ঝোড়ো বাতাসের সতর্কতা জারি করা হয়েছে।    এদিকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং পার্শ্ববর্তী পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে  একটি ঘূর্ণাবর্ত থাকায় বৃষ্টির আশঙ্কা থাকছেই। দক্ষিণ ওডিশা এবং উত্তর অন্ধ্র উপকূল লাগোয়া অঞ্চলে ঘূর্ণাবর্ত থাকায় সেখান থেকে প্রচুর জলীয় বাষ্প দক্ষিণবঙ্গে আসা শুরু হয়েছে। এর প্রভাবে আগামী কয়েকদিন আকাশ মেঘলা  থাকলেও বুধবারের আগে বৃষ্টির প্রকোপের আশঙ্কা নেই। বৃষ্টির প্রকোপ থাকবে রবিবার পর্যন্ত।
এদিকে উত্তরবঙ্গে ১০ তারিখ ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিঙ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে। বৃহস্পতিবার ভারী বর্ষণ হতে পারে জলপাইগুড়ি, কালিম্পঙ, আলিপুরদুয়ার, কোচবিহারে। শুক্রবার  ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। দক্ষিণবঙ্গের মতোই উত্তরবঙ্গে রবিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা থাকছে।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন