Raygaunge Rally May Day

বিভাজন রোখার ডাক রায়গঞ্জের মিছিলে

রাজ্য জেলা

রায়গঞ্জে মিছিল। ছবি: বিশ্বনাথ সিনহা

আন্তর্জাতিক মে দিবসে উত্তর দিনাজপুর জেলার সদর শহর রায়গঞ্জের  রাজপথের দখল নিল শ্রমজীবী মানুষের মিছিল। 

সোমবার ছুটির দিনে শহরের বুকে শিলিগুড়ি মোড়ে শ্রমজীবী মানুষের সুসজ্জিত বিশাল মিছিল নজর কাড়ল আমজনতার। 

সিআইটিইউ , সারা ভারত কৃষক সভা,  ১২ ই জুলাই কমিটি র যৌথ উদ্যোগে শহর ছাড়াও সমস্ত গ্রামীণ এলাকার শ্রমজীবী মানুষ ঐক্যবদ্ধভাবে সামিল হয়েছিলেন এই অধিকার যাত্রা দিবস মিছিলে।

মিছিলের পুরোভাগে ছিলেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য পলাশ দাস, রাজ্য নেতা শতরুপ ঘোষ, আনোয়ারুল হক। 

প্রায় ৮ কিলোমিটার রাস্তার মিছিলে লাল পতাকায় মুড়েছে রায়গঞ্জ শহর। মিছিল এসে শেষ হয় রায়গঞ্জ ইনিষ্টিটিউট প্রাঙ্গনে। 

মিছিলের পর সভায় নেতৃবৃন্দ বলেন,

কালিয়াগঞ্জের দুই মৃত্যুর জন্যে দায়ী পুলিশ। নাবালিকার রহস্যজনক মৃত্যু এবং রাধিকাপুর গ্রামের পুলিশের গুলিতে নিহতের পরিবারকে নিয়ে রাজনীতির তীব্র নিন্দা করেন নেতৃবৃন্দ। সভাপতিত্ব করেন নীলকমল সাহা।

Comments :0

Login to leave a comment