UEFA CHAMPIONS LEAGUE

এতিহাদে জয় রিয়ালের

খেলা

ছবি প্রতিকী

 


 

এতিহাদ স্টেডিয়ামে ম্যান সিটিকে প্রথমবার ৯০ মিনিটে হারাল রিয়াল মাদ্রিদ। গতবার এই মাঠেই রিয়াল জিতলেও তা ছিল টাইব্রেকারে জয়।ধুন্ধুমার ম্যাচে খেলার ফল ৩-২। ম্যাচের পরতে পরতে ছিল উত্তেজনের পারদ। যা এই ধরনের ম্যাচে হয়েই থাকে। প্রথমার্ধের প্রায় ১৬ মিনিটের মাথায় হাল্যান্ড গোল করেন । ভার এ চেক করার পর প্রায় ৩ মিনিট পর গোলের সিদ্ধান্ত দেন রেফারি। ১৯ মিনিটে এগিয়ে যায় ম্যান সিটি। দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে সিবায়োসের পাস থেকে গোল করেন এম্ব্যাপে। সমতা ফেরায় রিয়াল। কিন্তু ৮০ মিনিটের মাথায় বক্সের মধ্যে ফোডেনকে ফাউল করেন সেই সিবায়োস। পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করে দলকে ফের একবার এগিয়ে দেন হাল্যান্ড। তবে এই অগ্রগমন সিটি ধরে রাখতে পারলনা ৬ মিনিটও। ৮৬ মিনিটে একটি ফিরতি শট থেকে গোল করে সমতা ফেরান ব্রাহিম ডিয়াজ। ম্যাচের শেষ দিকে ৯০+২ মিনিটে একেবারে মাদ্রিদিয়ো স্বভাবেই গোল করে দলকে জয় এনে দেন জুড বেলিংহ্যাম। নিজেদের রক্ষণের দোষেই দুইবার এগিয়ে গিয়েও হারতে হল গার্ডিওয়ালাকে। আগামী বুধবার রাত ১:৩০ টায় ( বৃহস্পতিবার ) ফিরতি লেগে দুই দল মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদের গুহা সান্তিয়াগো বার্নাব্যুতে।

Comments :0

Login to leave a comment