Patient Dies

ছাত্রীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা দুর্গাপুর মহকুমা হাসপাতালে

জেলা

বৃহস্পতিবার দশম শ্রেণির এক ছাত্রীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো দুর্গাপুর মহকুমা হাসপাতালে। মৃতের নাম নিশা কুন্ডু ( ১৬)। দুর্গাপুর জেসি বোস রোড এলাকার বাসিন্দা নিশা কুন্ডুকে এদিন সকালে পেটে ও বুকে ব্যথা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। নিশার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, হাসপাতাল থেকে বলা হয়েছিল রোগিনী ভালো আছে। হঠাৎ বিকালে বলা হয় তাকে আইসিইউতে নেওয়া হচ্ছে। এর কয়েক মিনিটের মধ্যে বলা হয় রোগিনীর মৃতু হয়েছে। মৃত কিশোরীর কাকা রাজা কুন্ডু অভিযোগ করেন, নিজের পায়ে হেঁটে নিশা হাসপাতালে ভর্তি হয়েছিল। চিকিৎসায় অয়হেলা ও ভুল চিকিৎসা হয়েছে। হাসপাতালে ভাঙচুর চালানো হয়। বিশাল পুলিশ বাহিনী ও কমব্যাট ফোর্স এসে পরিস্থিতি সামাল দেয়। হাসপাতালের সুপার ড. ধীমান মন্ডল রোগী মৃত্যুর ঘটনার তদন্তের আশ্বাস  দিয়েছেন।
 

Comments :0

Login to leave a comment