সংবিধান রক্ষার দাবিতে প্রজাতন্ত্র দিবসে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে বামফ্রন্টের পক্ষ থেকে জাতীয় পতাকা উত্তোলন, মানববন্ধন, সংবিধানের প্রস্তাবনা পাঠ, কৃষক ও শ্রমিকদের যৌথ র্যালি সহ অন্যান্য কর্মসূচি পালিত হলো। বালুরঘাট,গঙ্গারামপুর, কুমারগঞ্জ, বংশীহারী সহ অন্যান্য স্থানে মানববন্ধন করলো বামফ্রন্ট।
শুক্রবার এগারোটা নাগাদ বালুরঘাট বাস স্ট্যান্ড এলাকায় প্রায় পাঁচশো বামকর্মী বড় রাস্তার ধার দিয়ে মানববন্ধন তৈরি করে। মানববন্ধনে সংবিধানের প্রস্তাবনা ও শপথ বাক্য পাঠ করেন উপস্থিত কর্মীরা। বালুরঘাটের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বামফ্রন্ট জেলা আহবায়ক নন্দলাল হাজরা, বাম নেতা অনিমেষ চক্রবর্তী, অমর সরকার, সুব্রত দাস প্রমুখ।
Comments :0