শ্রমিক মজদুরদের অধিকার রক্ষার দাবিতে সোচ্চার হয়ে মে দিবসে মিছিল করলো সিআইটিইউ রানিগঞ্জ কো অর্ডিনেশন কমিটি। সোমবার রানিগঞ্জ পোস্ট অফিস ময়দান থেকে লালঝাণ্ডা নিয়ে শিল্পাঞ্চলের শ্রমিক মজদুররা উপস্থিত ছিলেন।
সমকাজে সমান মজুরি, শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার অধিকার, সামাজিক সুরক্ষার দাবি তুলে শ্রমিকরা পুঁজিবাদের বিরুদ্ধে আওয়াজ তোলেন।
এদিনের মিছিল রানিগঞ্জ বাজার পরিক্রমা করে নেতাজি মূর্তির সামনে শেষ হয়। অসংগঠিত শিল্পের শ্রমিকরাও উপস্থিত ছিলেন।
Comments :0