কারচুপির জন্য রাজ্যে কোন কোন পুলিশকর্মীকে মোতায়েন করা হচ্ছে তার তালিকাও দিল সিপিআই(এম)। সোমবারই নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করে কারচুপি বন্ধ করার দাবি জানিয়েছে পার্টি।
সোশাল মিডিয়ায় রাজ্যের বিভিন্ন জেলায় ৬০ পুলিশ কর্মীর নাম গণনাকেন্দ্র নির্দিষ্ট করে প্রকাশ করেছেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।
সোশাল মিডিয়ায় এই তালিকা দিয়ে সেলিমের মন্তব্য, ‘‘নিন্দনীয়! এমন পুলিশ রেখে লাভ কী যাকে মোতায়েন করাই হয়েছে গণনা প্রভাবিত করার জন্য?’’
সেলিম বলেছেন, ‘‘জেলা শাসক এবং মহকুমা শাসকদের নিজেদের স্বার্থে ব্যবহার করেছে রাজ্যের সরকারে আসীন তৃণমূল। গণনায় ফের সরকারি যন্ত্রকে কাজে লাগানোর চেষ্টা হবে। স্বচ্ছ প্রক্রিয়ার জন্য কী দরকার সেই দাবি জানানো হয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিককে।’’
এদিন মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে সেলিমের সঙ্গে যান বিভিন্ন কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থীরা।
সেলিম বলেছেন, ‘‘সরকারের কর্মচারী কম দেখিয়ে প্রকল্প কর্মী, এজেন্সির কর্মীদের নিয়োগ করা হচ্ছে। বিশেষ করে কম্পিউটারের কাজের জন্য। আমরা বলেছি ব্যাঙ্ক, এলআইসি থেকে কর্মী নিয়ে কাজ করানো হোক।’’
সোমবারই কলকাতা হাইকোর্ট কমিশনকে নির্দেশ দিয়েছে যে ভোটে অস্থায়ী কর্মীদের কোথাও ব্যবহার করা যাবে না।
Comments :0