এবার আক্রান্ত হলো আট বছরের এক শিশু। নাম- নীলাদ্রি নাথ। বসিরহাট পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের বাজারপাড়া এলাকার ঘটনা। শিশুটির বাবা জানিয়েছেন, ‘‘গত ১২ দিন ধরে নীলাদ্রি জ্বরে ভুগছে। প্রথমে স্থানীয় একটি চিকিৎসকের কাছে নিয়ে গিয়ে দেখানো হয়। কিন্তু বেশ কয়েকদিন তার ওষুধ খেয়ে কোন কাজ হয়নি। দু ঘণ্টা পর পর জ্বরের তাপমাত্রা একশো চার থেকে একশো সাড়ে চার ডিগ্রির কাছাকাছি থাকছিল। এরপর ওই চিকিৎসকের উপর ভরসা না রেখে অন্য এক চিকিৎসকের কাছে নীলাদ্রিকে নিয়ে যাওয়া হয়।’’ সেই ডাক্তার দেখে বুঝতে পারে নীলাদ্রি ‘‘স্ক্রাব টাইফাসে’’ আক্রান্ত হয়েছে। চিকিৎসক নীলাদ্রির রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষার পরামর্শ দেন। সেই মতো রক্তের পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে। রীতিমতো চিন্তিত নীলাদ্রির পরিবার।
এই বিষয়ে বসিরহাট স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা: রবিউল ইসলাম বলেন, ‘‘খবর পাওয়ার সাথে সাথে আমরা সচেতনতামূলক ব্যবস্থা নেওয়ার উদ্যোগ গ্রহণ করেছি। পৌরসভাকেও যাবতীয় উদ্যোগ নিতে বলা হয়েছে। জ্বরে আক্রান্ত হলেই যেন সাথে সাথে রক্তের নমুনা সংগ্রহ করে তার পরীক্ষা করা হয়। অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন এবং বাড়ির চারপাশটা যেন পরিস্কার পরিচ্ছন্ন করে রাখা হয় সেই বার্তা দেওয়ার কাজ শুরু হয়েছে। জেলা স্বাস্থ্য দপ্তর ও পৌরসভা যৌথভাবে এই কাজ করবে। মানুষ যাতে সচেতন হয় সেই জন্য সচেতনতা মূলক প্রচারও আমরা শুরু করছি।‘‘ স্ক্রাব টাইফাস সম্পর্কে তিনি বলেন, ‘‘এটি রিকেটসিয়া গ্রুপের অন্তর্গত একটি নির্দিষ্ট ব্যাকটেরিয়া। মাছি, মাইট, উকুন ইত্যাদি মিনিট পোকামাকড়ের কামড়ে এই রোগ ছড়ায়। সঠিক সময়ে সঠিক চিকিৎসা করালে রোগী তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। আতঙ্কের কোন কারণ নেই।
Comments :0