মূল্যবোধের অবক্ষয় মানবতাকে বিপন্ন করে। আমাদের পাশের রাজ্যে ৫ হাজার কোটি টাকায় বিয়ে হচ্ছে। আবার দেখা যাচ্ছে খিদের যন্ত্রণায় নীল হয়ে মা তাঁর সন্তানকে ১৫ হাজার টাকায় বিক্রি করে দিচ্ছেন। এই ব্যবস্থায় কেউ তাঁর স্ত্রীর জন্মদিনে উড়োজাহাজ উপহার দিচ্ছে। এই ব্যবস্থা পরিবর্তনের আওয়াজ তুললে অনেকেই হৈ হৈ করে উঠবে। কিন্তু এমন বৈষম্যের কারণ খুঁজতে গেলে বলতে হবে, এই ব্যবস্থা পালটানো দরকার।
শনিবার পানিহাটির লোকসংস্কৃতিক মঞ্চে জননেতা সুভাষ চক্রবর্তীর প্রয়াণ দিবসে ‘স্মরণে সুভাষ’ স্মারক আলোচনায় ‘মূল্যবোধের ঐতিহ্য আজ বিপন্ন’ বিষয়ের ওপর আলোচনা সভায় এই কথাগুলি বলেন ‘গণশক্তি’ পত্রিকার সম্পাদক ও সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য শমীক লাহিড়ী।
তিনি বলেন, ‘‘পুঁজিবাদী ব্যবস্থায় চোরকে মঞ্চে তুলে সভাপতির আসন দেওয়া হচ্ছে। জোর করে চুরি, তোলাবাজি প্রাতিষ্ঠানিক রূপ পাচ্ছে। প্রচার মাধ্যমে প্রচার করা হচ্ছে ওটা হতেই পারে। যারা চুরিকে মদত দিচ্ছে তাদের বিরুদ্ধে লাগাতার লড়াই জারি রাখতে হবে। তবেই মূল্যবোধের অবক্ষয়কে রোখা যাবে।’’
সভায় সভাপতিত্ব করেন তড়িৎবরণ তোপদার। সঙ্গীত পরিবেশন করেন সৌরভ চক্রবর্তী ও অসীম ব্যানার্জি। আবৃত্তি পরিবেশন করেন রজত ব্যানার্জি। এদিনের শুরুতে সুভাষ চক্রবর্তীর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠান শুরু হয়। সংস্থার পক্ষ থেকে বলেন বনবানী ভট্টাচার্য। সঞ্চালনা করেন সাংসদ তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচর্য। এরপর মূল্যবেধের বিক্ষয়ের ওপর আলোচনা করেন গণআন্দোলনের নেতা পলাশ দাশ, শতরূপ ঘোষ, প্রবীণ সাংবাদিক সুমন চ্যাটার্জি, স্নেহাশিস শূর।
মঞ্চে ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী কান্তি গাঙ্গুলী, সুভাষ মুখার্জি, তন্ময় ভট্টাচার্য, সায়নদীপ মিত্র সহ অনান্যরা। অনুষ্ঠানের শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন কল্যান সেন বরাট।
Seminar Comemorating Subhash Chakrabarty
সম্পদের বৈষম্যে মূল্যবোধের অবক্ষয়, মত আলোচনাসভায়
×
Comments :0