উত্তরপ্রদেশের মিরাটের এক যুবককে মারধর, নগ্ন করে ‘জয় শ্রীরাম’ বলতে বাধ্য করার অভিযোগ উঠেছে। যদিও পুলিশ অস্বীকার করেছে যে অভিযুক্তরা তাকে নগ্ন করেছে এবং স্লোগান দিতে বাধ্য করেছে, এবং দাবি করেছে যে এটি প্রাথমিকভাবে ব্যক্তিগত শত্রুতার ঘটনা বলে মনে হচ্ছে।
শনিবার রাত ৮টা নাগাদ ঘটনাটি ঘটে, যখন পল্লভপুরমের সোফিপুর গ্রামের বাসিন্দা গুলফাম মঙ্গল পাণ্ডে নগরের একটি বেসরকারি শুটিং রেঞ্জে অনুশীলন করে বাড়ি ফিরছিলেন।
তার বাবা আফতাবের অভিযোগ, গুলফামকে একটি মোটরসাইকেলে করে ভিক্টোরিয়া পার্কে নিয়ে যায় তিন যুবক, সেখানে তারা তাকে মারধর করে, বিবস্ত্র করে এবং ‘জয় শ্রীরাম’ বলতে বাধ্য করে। তার মোবাইল ফোনটিও ছিনিয়ে নেয় তারা। নির্যাতিতার পরিবারের অভিযোগ, মারধর ও নগ্ন হওয়ার পর তিনি অজ্ঞান হয়ে পড়েন।
তবে পুলিশ নগ্ন হয়ে জোর করে স্লোগান দেওয়ার অভিযোগ মানতে চাইছে না বলে অভিযোগ পরিবারের তরফে। সিভিল লাইনের এসএইচও মহাবীর সিং দাবি করেছেন, ‘‘এফআইআরে নির্যাতিতকে ‘জয় শ্রীরাম’ বলতে বাধ্য করার কোনও উল্লেখ নেই। এটি যুবকদের মধ্যে ব্যক্তিগত শত্রুতার প্রাথমিক ঘটনা।
আফতাবের অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার ৩৫১(২) (অপরাধমূলক ভীতি প্রদর্শন), ৩৫২ (শান্তিভঙ্গের উদ্দেশ্যে ইচ্ছাকৃত অপমান) এবং ৩২৪ (বিশৃঙ্খলা) ইত্যাদি ধারায়, সিভিল লাইনের সার্কেল অফিসার অভিষেক তিওয়ারির অধীনে এফআইআর দায়ের করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন এসএইচও সিং।
গুলফাম বর্তমানে মীরাটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। জাতীয় শ্যুটিং প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছে তার পরিবার।
Meerut Youth thrashed by right wing assailants
মিরাটে যুবককে নগ্ন করে ‘জয় শ্রী রাম’ বলতে বাধ্য করার অভিযোগ
×
Comments :0