শনিবার গুয়াহাটিতে ডার্বি ম্যাচ খেলতে নামবে মোহনবাগান ও ইস্টবেঙ্গল। মোহনবাগান আইএসএলে অনেকটাই এগিয়ে। তবে নিজেদের আন্ডারডগ মানতে নারাজ ইস্টবেঙ্গল কোচ।
বৃহস্পতিবার যুবভারতীতে সাংবাদিক সম্মেলনে ছিলেন লাল হলুদ কোচ অস্কার ব্রুজোন ও ডিফেন্ডার চুং নুংগা।
গুয়াহাটিতে ডার্বি সরিয়ে নেওয়া নিয়ে প্রশ্ন করা হলে অস্কার বলেন, 'আমরা সবাই মানিয়ে নিচ্ছি। হোটেল বুকিং সমস্যা হচ্ছিল। অনুশীলনেও সমস্যা হচ্ছিল। তবুও সকলের জন্য আমরা ম্যাচটা জিততে চাই।’
ডার্বিতে বেশ খানিকটা এগিয়েই রয়েছে মোহনবাগান। তবুও নিজেদেরকে আন্ডারডগ ভাবছেন না অস্কার। তিনি বললেন, ‘আমরা নিজেদের আন্ডারডগ ভাবছি না। মোহনবাগান বেশ কয়েকটি ম্যাচে শেষ মুহূর্তে গোল করেছে। ডার্বি সবসময় ৫০:৫০। দুই দলেই বেশ কয়েকজন খেলোয়াড়ের চোট রয়েছে। এই সমস্যাগুলোকে আমরা কাটিয়ে উঠছি। আমরা ডার্বিতে মুখোমুখি হওয়ার জন্য অবশ্যই তৈরি।’
মোহনবাগানের কামিন্স, গ্রেগ, দিমি, ম্যাকলারেনের চার ফলা আক্রমণ রুখতে কী পরিকল্পনা নেবেন অস্কার? তিনি বলছেন, 'মোহনবাগানকেও তো আমাদের আক্রমণ আটকাতে হবে। তাই ম্যাচটা সহজ হবে না। দেখা যাক যে ওরা আমাদের আটকাতে পারে কিনা। আমি রেফারির ব্যাপারে কোনো অজুহাত দিতেই চাই না। আমরা জিততে চাই।’
সাউল অনিশ্চিত হলেও আনোয়ারের সম্ভাবনা রয়েছে ডার্বি খেলার, জানান অস্কার। গুয়াহাটিতে মোহনবাগান একটি ম্যাচ খেলে ফেললেও সেটিকে বিপক্ষের ‘অ্যাডভান্টেজ’ মনে করছেন না অস্কার।
তবে প্রত্যেকদিনই রক্ষণের ভুলে গোল হজম করতে হচ্ছে লাল হলুদকে। দ্রুত এই সমস্যা কাটিয়ে না উঠলে ডার্বি জেতা অসম্ভব। তবুও সমর্থকদের উদ্দেশ্যে ইতিবাচক আশাই দিয়ে গেলেন অস্কার ব্রুজোন।
DERBY EAST BENGAL
গুয়াহাটি ডার্বিতে নিজেদের ‘আন্ডারডগ’ ভাবছেন না ইস্টবেঙ্গল কোচ
×
Comments :0