SHEETAL DEVI

পা দিয়ে ধনুক ধরেন সোনাজয়ী শীতল দেবী

খেলা

ধনুক ধরতে হয় পা দিয়ে। হাত নেই। ধনুকে মুখ দিয়ে বসাতে হয় তীর। সেই শীতল দেবী দু’টি সোনা পেলেন এশিয়ান প্যারা গেমসে। চীনের হ্যাংঝৌয়ে বিশেষভাবে সক্ষমদের এই প্রতিযোগিতায় দু’টি সোনা জিতে নিলেন শীতল দেবী। 

এশিয়ান প্যারা গেমসে শীতল দেবীই প্রথম ভারতীয় মহিলা যিনি দু’টি সোনা জিতলেন। ১৬ বছরের এই ক্রীড়াবিদ এই সপ্তাহেই দলবদ্ধ ইভেন্টে দু’টি পদক জিতেছিলেন। এবার ব্যক্তিগত ইভেন্টেও পেলেন সাফল্য। 

জম্মু ও কাশ্মীরের কিশতওয়ারে শীতল দেবীকে প্রশিক্ষণের দায়িত্ব নিয়েছিল ভারতীয় সেনা। এ বছরের জুলাইয়ে প্যারা ওয়ার্ল্ড আর্চারি চ্যাম্পিয়নশিপে পদক পেয়েছিলেন তিনি। 

এবারের এশিয়ান গেমসে ভারত মোট ৯৪টি পদক পেয়েছে। ব্যাডমিন্টনে সোনা পেলেন প্রমোদ ভাগবত। ভারতেরই নীতেশ কুমারকে ফাইনালে পরাজিত করেন তিনি। 

অ্যাথলেটিকসে পুরুষদের ১৫০০ মিটার টি৩৮ ইভেন্টে এশিয়ায় নতুন রেকর্ড গড়ে সোনা জিতলেন রমন শর্মা।    

Comments :0

Login to leave a comment