SALIL CHOWDHURY RANIGANJ

আলো দেখায় সলিলের গান, রানিগঞ্জে শতবর্ষ পালন অনুষ্ঠান লেখক শিল্পী সঙ্ঘের

জেলা

সলিল চৌধুরীর জন্ম শতবর্ষ উদযাপন রানিগঞ্জে। ছবি: মলয়কান্তি মণ্ডল

সলিল চৌধুরী সম্পূর্ণ মানব জীবনের গান গেয়েছেন। তাঁর গানে বরাবরই অন্যায় অবিচার, শোষণের প্রতিবাদ ও প্রতিরোধে গণমানুষকে শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন। সলিল চৌধুরী গান ছাড়াও  নাটক, কবিতা, গল্প, প্রবন্ধে তারই স্পষ্ট ছবি।   তিনি শুধুমাত্র শিল্পীই ছিলেন না,  ছিলেন একজন দক্ষ সংগঠকও। বর্তমান সময়েও সলিল চৌধুরীর গান অগণিত জনমানুষের কাছে আলোকবর্তিকা। সলিল-চর্চা গড়ে তোলার দৃপ্ত আহ্বান জানিয়ে একথা বললেন শিল্পী শুভপ্রসাদ নন্দী মজুমদার। 
বৃহস্পতিবার রানিগঞ্জের কুমারবাজারে সলিল চৌধুরী জন্মশতবর্ষ উদযাপনের সূচনা অনুষ্ঠানের আয়োজন করল পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সঙ্ঘ, রানিগঞ্জ আঞ্চলিক কমিটি।  অনুষ্ঠানের শুরুতেই সলিল চৌধুরীর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়। সূচনা বক্তব্য রাখেন সংগঠনের জেলার যুগ্ম সম্পাদক অনুপ মিত্র। অনুষ্ঠান সঞ্চালনা করেন অভিজিত খাঁ। 
কয়লাঞ্চলের গুণমুগ্ধ শ্রোতারা শুনলেন সলিলের গান, তাঁর কথা।।

Comments :0

Login to leave a comment