ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে নেমেছে ভারত । প্রথম ইনিংস খেলে ভারত করেছে ৩৫৬ রান। শুভমন গিল করেছেন ১১২ রান । এছাড়াও ৫৫ বলে ৫২ রান করেছেন বিরাট। ৬৪ বলে ৭৮ করেছেন শ্রেয়াস আইয়ার। বিরাট ও শ্রেয়াসের দুটি উইকেট ছাড়াও মোট তিনটি উইকেট নিয়েছেন আদিল রশিদ। একদিনের ম্যাচে ২৫০০ রানের মাইলফলক স্পর্শ করলেন গিল। একদিনের ম্যাচে নিজের সপ্তম এবং সর্বপরি মোট ১৩ টি সেঞ্চুরি করলেন শুভমন গিল। গত বছরের ফেব্রুয়ারির পর ইংল্যান্ডের বিরুদ্ধে এটি তার তৃতীয় সেঞ্চুরি। তিন ম্যাচের এই সিরিজে হোয়াইটওয়াশের হাত থেকে রক্ষা পেতে বাটলারদের প্রয়োজন মোট ৩৫৭ রান।
Comments :0