কালিম্পং টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ-সহ সিকিম, ধস নেমেছে একাধিক জায়গায়। তাই বড় বিপদ এড়াতে বন্ধ করে দেওয়া হল রাজ্য থেকে সিকিম যাওয়া লাইফলাইন ১০ নম্বর জাতীয় সড়ক।
গত কয়েক দিন ধরেই সিকিম- সহ উত্তরবঙ্গে টানা বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে জায়গায় জায়গায় ধস নেমেছে পাহাড়ে। ভেঙে গিয়েছে বহু বাড়িঘর। সোমবারই জানা গিয়েছিল একটি গ্রামের পর পর আটটি বাড়ি ধসে গিয়েছে। সেই ঘটনায় প্রাণ গিয়েছিল তিন জনের, নিখোঁজ বহু মানুষ। সিকম জুড়ে এখনও চলছে উদ্ধারকাজ। ভাঙা বাড়ির নীচে অনেকেরই আটকে থাকার আশঙ্কা রয়েছে।
বর্ষার শুরুতেই প্রবল বৃষ্টি শুরু হয়েছে সিকিমে। গত কয়েক দিন ধরেই সিকিমে ভারী বৃষ্টি চলছে। আর তার জেরেই একাধিক জায়গায় নামে ধস। সোমবার সকালে দক্ষিণ সিকিমের নামচিতে ধসে চাপা পড়ে মৃত্যু হয়েছে তিনজনের। নিখোঁজ রয়েছেন কয়েকজন।
সিকিম প্রশাসন সূত্রে খবর, প্রবল বৃষ্টির জেরে সিকিমের বিভিন্ন জায়গায় ধস পড়েছে। বেশ কয়েকটি বাড়ি ধসে গিয়েছে। ধসের জেরে বিভিন্ন জায়গায় বন্ধ হয়ে গিয়েছে রাস্তা। ধসের জেরে সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ইয়াংগঙ ও রাভাংলা সংযোগকারী ব্রিজটিও। বন্ধ হয়ে গেছে সেখানকার যোগাযোগ ব্যবস্থাও। জায়গায় জায়গায় ধস নেমেছে। গত কয়েক দিন ধরেই পাহাড় এবং তৎসংলগ্ন সমতলে বৃষ্টি চলছে। লাগাতার বৃষ্টির কারণে ধসের পরিস্থিতি তৈরি হয়েছে সিকিমে। একাধিক এলাকায় ধস নেমেছে। যার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট, ঘরবাড়ি। বৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে দক্ষিণ সিকিমে।
মুষলধারে বৃষ্টির জেরে ধস নেমেছে একাধিক জায়গায়, জনজীবন বিপর্যস্ত। ভেঙে পড়েছে বহু বাড়ি। নিখোঁজ এলাকার বহু বাসিন্দা। ঘুরতে গিয়ে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে সিকিমে আটকে পড়েছেন বহু পর্যটক।
Sikkim Landslide
সিকম জুড়ে এখনও চলছে উদ্ধারকাজ
×
Comments :0