Unesco

ইউনেস্কোর ‘বিশ্ব ঐতিহ্যবাহী স্থানে’ যুক্ত হলো ভারতের ছয়টি জায়গা

জাতীয়

ভারতের ঐতিহ্যবাহী স্থানে আরও ছয়টি জায়গাকে যুক্ত করলো ইউনেস্কো। সোমবার লোকসভায় জানালেন কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। তিনি জানিয়েছেন তেলেঙ্গানার মুদুমাল মেগালিথিক মেনহির এবং মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশের বুন্দেলাসের প্রাসাদ-দুর্গ সহ ছয়টি স্থানকে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী অস্থায়ী তালিকায় যুক্ত করেছে।
লোকসভায় মন্ত্রী বলেন, তালিকায় অন্তর্ভুক্ত অন্যান্য স্থানগুলির মধ্যে রয়েছে ছত্তিশগড়ের কাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্ক, মৌর্য রুট বরাবর অশোকন এডিক্ট সাইট (একাধিক রাজ্য), চৌষঠ যোগিনী মন্দির (একাধিক রাজ্য) এবং উত্তর ভারতের গুপ্ত মন্দির (একাধিক রাজ্য)।

৭ মার্চ তালিকায় এই ছয়টি নতুন স্থান যুক্ত করা হয়েছে বলে ইউনেস্কোর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে।

বর্তমানে, ভারতের মোট ৪৩টি স্থান ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে, যার মধ্যে ৩৫টি 'সাংস্কৃতিক' বিভাগে, সাতটি 'প্রাকৃতিক' বিভাগে এবং একটি 'মিশ্র' বিভাগে রয়েছে।
 

Comments :0

Login to leave a comment