কংগ্রেসের সংসদীয় দলের নেতা নির্বাচিত হলেন সোনিয়া গান্ধীই। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে জানিয়েছেন, শনিবার সংসদের সেন্ট্রাল হলে কংগ্রেস সংসদীয় দলের বৈঠক হয়েছে। সাংসদরা সোনিয়া গান্ধীকেই নেতা নির্বাচিত করেছেন।
রবিবার প্রধানমন্ত্রী পদে তৃতীয়বারের জন্য শপথ নেবেন বিজেপি নেতা নরেন্দ্র মোদী। শনিবার বিকেল পর্যন্ত কংগ্রেস বা বিরোধী ‘ইন্ডিয়া’ মঞ্চের কাছে অনুষ্ঠানে যোগ দেওয়ার কোনও আমন্ত্রণ পৌঁছায়নি বলে জানিয়েছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ।
এবার লোকসভায় নির্ণায়ক গরিষ্ঠতা বিজেপি’র নেই। এর আগের দুই পর্বে মোদী সরকার বিরোধীদের প্রায় অগ্রাহ্য করেই চালিয়েছে সংসদ। এবার কংগ্রেসের আসন বেড়ে ৯৯ হওয়ায় সংসদে কড়া মোকাবিলার সম্ভাবনা যথেষ্ট। কংগ্রেস দলের সংসদীয় নেতার দায়িত্বে সোনিয়া গান্ধীকেই বেছে নিয়েছে।
শনিবারই কংগ্রেসের ওয়ার্কিং কমিটি বৈঠক হয়েছে। রাহুল গান্ধীকে লোকসভা দলনেতার দায়িত্ব নেওয়ার অনুরোধ জানিয়ে পাশ হয়েছে প্রস্তাব। এর মধ্যে ‘নিট’ পরীক্ষায় বেনিয়ম এবং শেয়ার বাজারে ৩০ লক্ষ টাকার কেলেঙ্কারির অভিযোগে সরব কংগ্রেস।
SONIA GANDHI PARLIAMENTARY PARTY
সোনিয়া গান্ধীকেই সংসদীয় দলের নেতা বাছল কংগ্রেস
×
Comments :0