Noida illigal construction

যোগী রাজ্যে বেআইনি নির্মানে আটকে হাজার শ্রমিক

জাতীয়

নয়ডার সেক্টর ১৩৫’র নিগলি ওয়াজিদপুর গ্রামে বেআইনি ভাবে গড়ে ওঠা নির্মানে আটকে কমপক্ষে ১০০০ জন শ্রমিক। উত্তরভারতে লাগাতার বৃষ্টি ও বন্যায় বিধ্বস্ত জন জীবন। সেখানে যমুনার তিরে পুস্তার ওয়াজিদপুরে সরকারের নাকের ডগায় গড়ে উঠেছে একাধিক এক বিলাসবহুল নির্মান। নদীর তিরে অবস্থিত বলেই সেখানে নির্মান করা যাবে না বলেই সরকারি নির্দেশ। যোগি রাজ্যে সেই নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে সেখানে গড়ে ওঠে খামারবাড়ি সহ বেশ কয়েকটি বিলাশবহুল বাড়ি। সেখনে কর্মরত ছিল কমপক্ষে ১০০০ জন শ্রিমক ও কর্মচারি।


বন্যা পরিস্থিতিতেও তাদের দেই জায়গা থেকে সড়িয়ে না নিয়ে গিয়ে কার্যত খাবর ও জল ছাড়াই রেখে দিয়েছিলেন বাড়ির মালিকরা। তাদের মধ্যে কয়েকজন বন্যার মধ্যেই নিজেদের বাঁচাতে সরকারি সাহাযের আশায় বেড়িয়ে আসেন। বৃহষ্পতিবার থেকে শ্রমিকদের উদ্ধারকরা হচ্ছে। জেলা শাসক মনীশ কুমার বর্মা জানিয়েছেন প্রায় ৫০০ জনের কাছাকাছি শ্রমিক ও কর্মচারিদের উদ্ধার করা হয়েছে এই তিনদিন মিলিয়ে। ইতিমধ্যে বাকিদের জন্য খাবারেরও ব্যবস্থা করেছে সরকার। বাকিদের উদ্ধার করার কাজ চলছে বলে জানান তিনি। নয়ডা অথোরিটির আধিকারি ঋতু মাহশ্বরী জানিয়েছেন এর আগেও কর্তৃপক্ষ ৫০০ থএকে ৬০০ টি বআইনি নির্মান ভেঙেছে। কিন্তু এখনও বহু নির্মান থেকে গেছে। এদের মধ্যে অনেক বাড়ির মালিক আদালত থেকে স্টে অর্ডার নিয়ে আসায় ভাঙা যাচ্ছে না।

Comments :0

Login to leave a comment