Alia University Student's death

আলিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রের মৃত্যু, অভিযোগ উঠছে তথ্য লোপাটের

কলকাতা

ছবি প্রতীকী।

আলিয়া বিশ্ববিদ্যালয় এক ছাত্রের মৃত্যু। আলিয়া বিশ্ববিদ্যালয়ের নিউটাউন ক্যাম্পাসের হোস্টেলের ঘর থেকে ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত ছাত্রের নাম আব্দুর রহমান। পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠছে আলিয়ার ছাত্র মৃত্যু নিয়ে পুলিশ যথাযত তদন্ত করছেন না। তাদের অভিযোগ ময়নাতদন্ত সহ বিভিন্ন বিষয়ে তথ্য প্রমান লোপাট করে হয়েছে। 
২৪ বছর বয়সী মৃত ছাত্র মালদার বাসিন্দা। সোমবার সকাল ৭টায় তাঁর বন্ধুরা ডাকতে যায়। অনেকবার দরজা ধাক্কা দেওয়ার পর সাড়া না পাওয়ায় দরজা ভেঙে ভিতরে গিয়ে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। তারপর খবর দেয় পুলিশে। 
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেছে,‘‘ আব্দুর রহমানের মৃত্যু আমাদের কাছে অপূরণীয় ক্ষতি’’। মঙ্গলবার আলিয়া বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এখনও পর্যন্ত ওই ছাত্রের মৃত্যুর কারণ স্পষ্ট জানা যায়নি। পরিবারের দাবি, ওই ছাত্রকে খুন করা হয়েছে।

Comments :0

Login to leave a comment