রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতেও তল্লাশি চালালো ইডি। রথীন ঘোষ মধ্যমগ্রাম পৌরসভা প্রাক্তন প্রধান।
বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার ১৬টি পৌরসভার প্রধান বা প্রাক্তন প্রধানের বাড়িতে তল্লাশি চালায় ইডি। পৌর নিয়োগ দুর্নীতির তদন্তে এই তল্লাশি বলে জানা গিয়েছে। সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেছেন, ‘‘আগের খাদ্যমন্ত্রী কোথায় গেলেন? তাঁর ভূমিকার তদন্ত হবে না কেন? রাজনৈতিক কারণেই কেন্দ্রীয় সরকার এ রাজ্যে দুর্নীতির মূল মাথাদের ভাইরে ছেড়ে রেখেছে।’’
বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্স অভিযানে অংশ নেন চক্রবর্তী। রাজ্যে দুর্নীতির প্রকৃত তদন্তের দাবিতে এই অভিযানের ডাক দিয়েছে সিপিআই(এম)।
Comments :0