AAP

আপকে দিল্লি দপ্তর খালি করার সময়সীমা ১০ অগাস্ট বাড়িয়ে দিল সুপ্রিম কোর্ট

জাতীয়

আগামী ১০ অগাস্টের মধ্যে আম আদমি পার্টির (আপ) রাউস অ্যাভিনিউয়ের পার্টি অফিস খালি করার সময় বাড়িয়েছে সুপ্রিম কোর্ট। ১৫ জুন অর্থাৎ আদালতের বেঁধে দেওয়া সময়সীমা বাড়ানোর জন্য আপ আবেদন করার পরেই এই নির্দেশ দেওয়া হয়।
বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতাকে নিয়ে গঠিত অবকাশকালীন বেঞ্চ আম আদমি পার্টি এবং অন্যান্যদের পক্ষে উপস্থিত সিনিয়র আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভির বক্তব্য নোট করে এবং ১০ আগস্ট পর্যন্ত সময়সীমা বাড়ায়।
আম আদমি পার্টি জাতীয় দল হিসাবে স্বীকৃত হওয়ার কারণে কেন্দ্রের কাছে তার অফিসের জন্য জায়গা বরাদ্দ চাইছে। বিচার বিভাগীয় পরিকাঠামো সম্প্রসারণের জন্য দিল্লি হাইকোর্টকে জমি বরাদ্দ করা হয়েছে উল্লেখ করে গত ৪ মার্চ শীর্ষ আদালত দলটিকে ১৫ জুনের মধ্যে জায়গা খালি করার নির্দেশ দেয়।
বেঞ্চ জানিয়েছে, ১০ অগাস্ট বা তার আগে ২০৬, রাউস অ্যাভিনিউয়ের ওই বিল্ডিংয়ের দখল হস্তান্তর করতে হবে আপকে।

Comments :0

Login to leave a comment