আর্থিক তছরূপের মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের করা পিটিশন তুলে নিলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। গ্রেপ্তারিকে বেআইনি বলে সুপ্রিম কোর্টে আবেদন করছিলেন তিনি। সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চ হেমন্ত সোরেনের আইনজীবীদের বলেন মে তাঁরা তথ্য গোপন করেছেন। বিচার আদালত ৪ এপ্রিল জামিন বিবেচনায় এনেছে। সুপ্রিম কোর্টকে তা জানানো হয়নি। সোরেনের আইনজীবী জানান, বহু মামলায় বেআইনি গ্রেপ্তারির বিরুদ্ধে আবেদনে নিম্ন আদালতের বিবেচনা গ্রাহ্য হয়নি বলে বিষয়টি উল্লেখ করা ছিল না আবেদনে। সোরেন দুটি পৃথক পিটিশন দাখিল করেছিলেন। একটি তাঁর গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ জানিয়েছিল এবং অন্যটিতে জামিন চাওয়া হয়েছিল। হেমন্ত সোরেনের বিরুদ্ধে তদন্তে রাঁচিতে ৮.৮৬ একর জমি বেআইনিভাবে অধিগ্রহণ করা হয়েছে বলে ইডি অভিযোগ করেছে। ইডির অভিযোগ, জাল নথির আড়ালে নকল বিক্রেতা ও ক্রেতাদের দেখিয়ে সরকারি নথি ঘেঁটে কোটি কোটি টাকার মূল্যের বিপুল পরিমাণ জমি অধিগ্রহণ করেছেন সোরেন। তাঁর এই গ্রেপ্তারিকে কেন্দ্রীয় সংস্থার অপব্যবহার বলছে বিরোধী মঞ্চ ‘ইন্ডিয়া’।
HEMANT SOREN CASE
শীর্ষ আদালতে জামিনের আবেদন প্রত্যাহার হেমন্ত সোরেনের
×
Comments :0