শুক্রবার সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে প্রতিটি ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতির তথ্য প্রকাশ করার নির্দেশ দেওয়ার আবেদন বিবেচনা করতে অস্বীকার করেছে। লোকসভা নির্বাচনের পরে বিষয়টির শুনানি হওয়ার কথা উল্লেখ করেছে সুপ্রিম কোর্ট। আবেদন ছিল লোকসভা ভোট চলাকালীন কমিশন যেন তার ওয়েবসাইটে ভোটদানের হার সম্পর্কিত পরিসংখ্যান প্রকাশ করে, তার জন্য শীর্ষ আদালত যেন কমিশনকে নির্দেশ দেয়। সেই আর্জি শুক্রবার খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট।
‘‘আগামীকাল ষষ্ঠ দফার নির্বাচন। আমরা মনে করি, নির্বাচনের পর এই মামলার শুনানি হওয়া উচিত,’’ আদালত জানায়।
শুনানি চলাকালীন নির্বাচন কমিশন বেঞ্চকে জানায়, ভোটারদের মনে সন্দেহ তৈরির চেষ্টা করা হচ্ছে।
পিটিশন অনুসারে, লোকসভা নির্বাচনের প্রথম দুটি দফার ভোটদানের তথ্য যথাক্রমে ১১ এবং ১৪ দিন পরে প্রকাশিত হয়েছিল।
আবেদনে আরও বলা হয়েছে, চূড়ান্ত ভোটার হারের তথ্য প্রকাশে এই ‘‘অহেতুক দেরি’’ এবং পাঁচ শতাংশেরও বেশি ভোট পড়ে যাওয়া তথ্যের নির্ভরযোগ্যতা সম্পর্কে জনসাধারণের সন্দেহ বাড়িয়ে তুলেছে।
লোকসভা ভোটপর্ব শুরু হয়েছিল গত ১৯ এপ্রিল। সেই দিন ছিল প্রথম দফার ভোট। এরপর দ্বিতীয় দফার ভোট ছিল ২৬ এপ্রিল। তবে এই দুই দফার ভোটে কোন বুথে কত ভোট পড়েছে, সেই ধরনের তথ্য ভোটদানের পর পরই প্রকাশ্যে আসেনি। কমিশন সেই তথ্য প্রকাশ করেছিল ৩০ এপ্রিল। এই নিয়েই যাবতীয় বিতর্ক। কমিশনের প্রকাশিত তথ্যে বলা হয়, দ্বিতীয় দফায় ভোট পড়েছিল ৬৬.৭১ শতাংশ, অথচ ভোটের দিন কমিশন জানিয়েছিল ভোটদান হয়েছে ৬০.৬৯ শতাংশ। উঠতে থাকে প্রশ্ন। প্রশ্ন ওঠে কীভাবে এই মাঝের সময়টায় ৫.৭৫ শতাংশ ভোট বেড়ে গেল? এই নিয়ে মামলা উঠতেই কমিশন জানিয়েছে যে, ভোটের শেষ দফার দিকে এসে এখন তথ্য প্রকাশ সংক্রান্ত প্রক্রিয়া বদল করা সমস্যাজনক।
Supreme court
ভোটের তথ্য সংক্রান আবেদন খারিজ সুপ্রিম কোর্টে
×
Comments :0