TARIGAMI HOUSE ARREST

কাশ্মীরে গৃহবন্দি তারিগামি, তীব্র প্রতিবাদ সিপিআই(এম)’র

জাতীয়

সুপ্রিম কোর্টের রায় ঘোষণার পরপরই গৃহবন্দি করা হয়েছে সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য মহম্মদ ইউসুফ তারিগামিকে। তাঁকে বন্দি করার সিদ্ধান্তে কড়া প্রতিবাদ জানিয়েছে সিপিআই(এম)। 
তারিগামি নিজেই তাঁর বাড়ির সামনে দাঁড়ানো সাঁজোয়া গাড়ির ছবি দিয়েছেন। তিনি বলেছেন, ‘‘আমাকে বাড়ির বাইরে যেতে দেওয়া হচ্ছে না। সংবাদমাধ্যমকেও আমার বাড়িতে ঢুকতে দেওবা হচ্ছে না। সাঁজোয়া গাড়ির গেটের সামনে মোতায়েন করা হয়েছে।’’


২০১৯’র ৫ আগস্ট সংসদে ৩৭০ ধারা বাতিলের সময়ও তারিগামি সহ কাশ্মীরের বিরোধী নেতাদের গৃহবন্দি করে রেখেছিল কেন্দ্রীয় শাসনে চলা প্রশাসন। সেই সময়ে যদিও বিজেপি সরকার বন্দি করার সিদ্ধান্তকে অস্বীকার করেছিল। 
সোমবারও সরকারের তরফে গৃষহবন্দি করা সংক্রান্ত কোনও ঘোষণা করা হয়নি।

Comments :0

Login to leave a comment