NIPAH DEATH KERALA

কেরালায় দু’জনের মৃত্যু নিপা ভাইরাসে

জাতীয়

কোঝিকোড়ে জ্বরে দু’জনের মৃত্যুর কারণ নিপা ভাইরাস। মঙ্গলবার এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডবীয়। তিনি জানিয়েছেন পরিস্থিতি খতিয়ে দেখতে কেন্দ্রীয় বিশেষজ্ঞ দল পাঠানো হয়েছে কেরালায়। 

দু’জনের মৃত্যুর ঘটনাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে রাজ্য সরকারও। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানিয়েছেন, পূর্ণ সতর্কতা বজায় রাখা হচ্ছে। জনতাকে মাস্ক ব্যবহারের পরামর্শও দিয়েছেন তিনি। তবে আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানিয়েছেন বিজয়ন।

মৃতদের একজনের আত্মীয় কোঝিকোড়েরই একটি হাসপাতালে আইসিইউ’তে ভর্তি। কেরালার আরও চারজনের নমুনা পাঠানো হয়েছে পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজিতে। কোঝিকোড়ে উচ্চপর্যায়ের বৈঠক করেছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার বক্তব্য অনুযায়ী এই ভাইরাস পশুদের থেকে মানুষের শরীরে আসে। ২০১৮ এবং ২০২১ সালেও নিপা ভাইরাসের মোকাবিলা করতে হয়েছে কেরালাকে। 

 

Comments :0

Login to leave a comment