দর্শনার্থীদের সুরক্ষার জন্য গাইডলাইন চেয়ে আবেদন জমা পড়েছিল সুপ্রিম কোর্টে। কুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যুর পরিপ্রেক্ষিতে জমা পড়ে এই আবেদন। সুপ্রিম কোর্ট আবেদনকারীদের এলাহাবাদ হাইকোর্টে যেতে বলেছে। প্রয়াগরাজে কুম্ভমেলার এই ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক’ আখ্যা দিয়েছে সুপ্রিম কোর্ট।
এলাহাবাদ বা প্রায়াগরাজে পদপিষ্ট হয়ে মারা গিয়েছেন দর্শনার্থীরা। ২৮ জানুয়ারির এই ঘটনায় ‘বিআইপি কালচার’ বিশেষ সমালোচনার মুখে পড়েছে। ২৮টি অস্থায়ী সেতু শিল্পপতি, চিত্রতারকা, বিজেপি নেতাদের জন্য নির্দিষ্ট করেছে। আর সারা দেশ থেকে জড়ো হওয়া দর্শনার্থীদের জন্য বরাদ্দ ছিল মাত্র ১টি ব্রিজ।
সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং সঞ্জয় কুমার শুনানিতে বলেন। যে এলাহাবাদ হাইকোর্টে উত্তর প্রদেশ সরকার বিষয়টি নিয়ে বক্তব্য জানিয়েছে। ফলে দর্শনার্থীদের সুরক্ষা সংক্রান্ত আবেদনের শুনানি ওই আদালতেই হওয়া উচিত।
আবেদনকারী বিশাল তিওয়ারি বলেছেন, দর্শনার্থীদের ভিড় হয় এমন সব ক্ষেত্রেই গাইডলাইন থাকা উচিত।
Kumbh Mela Supreme Court
কুম্ভমেলায় গাইডলাইনের জন্য আবেদন খারিজ সুপ্রিম কোর্টে
×
Comments :0