অনূর্দ্ধ ১৭ বালক বিভাগে সুব্রত কাপ চ্যাম্পিয়ন হল রায়গঞ্জ সুদর্শনপুর দ্বারিকাপ্রসাদ উচ্চ বিদ্যাচক্র । স্কুলের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠান চলছে। উৎসবের আবহে সুব্রত কাপ ফুটবলে চ্যাম্পিয়ান হওয়ায় উল্লিশিত স্কুলের পড়ুয়া ও শিক্ষক মহল। এই খবর ছড়িয়ে পড়ায় রায়গঞ্জ শহর জুড়ে অনাবিল আনন্দের কোলাজ তৈরি হয়েছে। বুধবার কলকাতায় অনুষ্ঠিত ছেলেদের অনূর্ধ্ব ১৭ বিভাগে ফাইনালে উত্তর ২৪ পরগনার প্রফুল্ল চন্দ্র হাই স্কুলকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বিদ্যাচক্র হাই স্কুল চ্যাম্পিয়ান।
সুব্রত কাপে ব্লক স্তর থেকে ছাত্র এবং ছাত্রী উভয় বিভাগে ফুটবল প্রতিযোগিতার সেরা দল জেলা পর্যায়ে অংশগ্রহণ করে। জেলা চ্যাম্পিয়ন দল রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেয়। চলতি বছরে ইসলামপুর মহকুমার সেন্ট ইগ্নাশিয়াস হাই স্কুল, নন্দঝার তপশিলি আদিবাসী হাই স্কুল, ইসলামপুর হাই স্কুল, ডালখোলা হাই স্কুল, করণদিঘি হাই স্কুল, চোপড়া হাই স্কুল, রায়গঞ্জ সুদর্শনপুর দ্বারিকাপ্রসাদ উচ্চ বিদ্যাচক্র সহ জেলার একাধিক দল সুব্রত কাপে অংশ নেওয়ার জন্য দীর্ঘদিন থেকে অনুশীলন করে আসছে।
এবার আরও বড় প্রতিযোগিতায় খেলতে দিল্লীর পথে যাচ্ছে রায়গঞ্জ সুদর্শনপুর দ্বারিকাপ্রসাদ উচ্চ বিদ্যাচক্র।
Comments :0