UTSAVE ANUVABE / POETRY / AML KAR / ASTE PARI / MUKTADHARA / 29 SEPTEMBER 2025 / 3rd YEAR

উৎসবে অনুভবে / কবিতা / অমল কর / আসতে পারি / মুক্তধারা / ২৯ সেপ্টেম্বর ২০২৫, বর্ষ ৩

সাহিত্যের পাতা

UTSAVE ANUVABE  POETRY  AML KAR  ASTE PARI  MUKTADHARA  29 SEPTEMBER 2025  3rd YEAR

উৎসবে অনুভবে 

মুক্তধারা

আসতে পারি

অমল কর 

২৯ সেপ্টেম্বর ২০২৫, বর্ষ ৩

বাস ঠ্যাঙিয়ে দুড়দাড়িয়ে পথ মাড়িয়ে 
ছেঁড়া জুতোর সেফটিপিনে রক্ত ঝরিয়ে 
তোমার দরোজায় টোকা দিতেই দরোজা খুলে 
বলবে হয়তো ' চেনা যেন, ব্যস্ত আছি, এখন কেন,
পরে এসো,অন্য কোনোদিন,অন্য কোনো সময়'।
সেই দিনটি যে কোন্ সে দিন 
সেই সময় যে কোন্ সে সময় 
মলদিন না সান্দ্রক্ষণ
সময় ছাড়া সে কথাটা কেউ জানে না।
তবুও যাচ্ছি দু-চার কথা বলব বলে
আবার কবে সময় হবে শরীর ভাঙলে
আদৌ আসতে পারব কিনা
কেউ জানে না।
দূরের তুমি কাছের তোমাকে দেখব বলে 
রক্তে কেমন অভিসারী চোরাস্রোত 
বুকের ভেতর স্মৃতির কত দাহস্রোত
একটু যদি আসতে পারি
খানিক যদি বসতে পারি
ফের যদি  ভালোবাসতে পারি 
একটু যদি ছুঁতে পারি....

সময় হবে 
নিবিড় একবার আসব তবে!

Comments :0

Login to leave a comment