Bjp leader shot dead

উত্তর প্রদেশে খুন বিজেপি নেতা

জাতীয়

বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তরপ্রদেশের মোরাদাবাদে বিজেপি কিষাণ মোর্চা নেতাকে বাড়ির বাইরে তিনজন বাইক আরোহী গুলি করে হত্যা করে।

জানা গিয়েছে বিজেপি নেতা, অনুজ চৌধুরী, তার ভাইয়ের সাথে পার্কে বেড়াতে যাওয়ার সময় বাইকে থাকা তিনজন লোক হঠাৎ তাদের আক্রমণ করে। অভিযুক্তরা চৌধুরীকে একাধিক গুলি করে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মারা যান, পুলিশ জানিয়েছে।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত চালায় এবং পরিবারের বক্তব্যের ভিত্তিতে সন্দেহভাজন চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

অনুজ চৌধুরীর পরিবারের অভিযোগ, রাজনৈতিক শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে এবং হত্যার জন্য অনুজের রাজনৈতিক প্রতিপক্ষকে দায়ী করেছে।

Comments :0

Login to leave a comment