প্রতিটি নির্বাচনই গুরুত্বপূর্ণ। কিন্তু এবারের নির্বাচন ঠিক করবে দেশে ধর্মনিরপেক্ষ এবং গণতান্ত্রিক চরিত্র থাকবে কিনা। দেশের চরিত্র রক্ষার জন্যই লড়াই চলছে আজ। দেশকে রক্ষার পক্ষে রায় দিতে হবে।
বৃহস্পতিবার সুকান্ত সেতুতে জনসভায় এই আহ্বান জানিয়েছেন সিপিআই(এম) সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। সিপিআই(এম) প্রার্থী সৃজন ভট্টাচার্যের সমর্থনে বক্তব্য রেখেছেন তিনি।
যাদবপুর মোড়ের কাছে সুকান্ত সেতুতে সমাবেশ শুরুর আগেই জনতা জায়গা নিয়ে নেয়। সভায় বক্তব্য রাখবেন যুবনেত্রী মীনাক্ষী মুখার্জিও।
ইয়েচুরি বলেন, ‘‘এই কেন্দ্র থেকেই সিপিআই(এম) সাংসদ নির্বাচিত হয়েছেন অতীতে সোমনাথ চ্যাটার্জি, মালিনী ভট্টাচার্য। সংবিধানকে রক্ষার লড়াই তাঁরা চালিয়েছেন। সংসদের ভেতর সেই ভূমিকা নিয়েছেন। গণতন্ত্রকে রক্ষা এবং মেহনতি মানুষের অধিকার রক্ষার জন্য লড়েছেন তাঁরা। তাঁদের লড়াই সেনার অক্ষরে লেখা থাকবে। যাদবপুরের জনতার কাছে কথা বলতে পারা গর্বের।’’
আজকের পরিস্থিতি ব্যাখ্যা করে ইয়েচুরি বলেন, ‘‘আজ আক্রান্ত গণতন্ত্র। আক্রান্ত মানুষের গণতান্ত্রিক অধিকার। আক্রান্ত দেশের সংবিধান। স্বাধীনতার পর এত বড় মাপের সঙ্কট কখনও হয়নি। এই ভোটে ঠিক হবে ভারত ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্রের চরিত্র বজায় রাখতে পারবে কিনা।’’
বিজেপি সরকারের সময়ে সংবিধান এবং গণতন্ত্রের ওপর একের পর এক আক্রমণের ব্যাখ্যা দেন ইয়েচুরি। তিনি বলেছেন, ‘‘সংবিধানকে গণতন্ত্রকে বাঁচাতে পারব কিনা এটিই সবচেয়ে বড় বিষয় এই ভোটের।’’
নরেন্দ্র মোদীর ভাষণের প্রসঙ্গ তুলে ইয়েচুরি বলেন, ‘‘বিনাশকালে বুদ্ধিনাশ দেখা যাচ্ছে। প্রধানমন্ত্রীর বক্তব্যে মানুষের সমস্যা নিয়ে কথা নেই। বলছেন তিনি নাকি ঈশ্বরের অবতার। আমাদের মূল বিষয়েই নজর রাখতে হবে। রক্ষা করতে হবে দেশকে।’’
Comments :0