MLA's oath

বিধায়কদের শপথ নিয়ে উপ-রাষ্ট্রপতিকে ফোন অধ্যক্ষের

রাজ্য

দুই তৃণমূলে বিধায়কের শপথ বিভ্রাট নিয়ে উপ-রাষ্ট্রপতির দ্বারস্থ হলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায়। বৃহস্পতিবার রাতে রাজ্যের প্রাক্তন রাজ্যপাল তথা উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সাথে অধ্যক্ষের কথা হয়েছে বলে জানা গিয়েছে।

রাজ্যপালের পক্ষ থেকে তৃণমূলের দুই প্রার্থীকে রাজভবনে শপথ নেওয়ার কিন্তু সায়ন্তিকা ব্যানার্জি এবং রায়াত হোসেন সরকার রাজভবনের বদলে বিধানসভায় শপথ নেওয়ার কথা রাজ্যপালকে জানান। রাজভবনের পক্ষ থেকে তাদের আবেদনে কোন সাড়া দেওয়া হয়নি। শপথকে কেন্দ্র করে বিধানসভায় ধর্ণায় বসেন দুজন।

এই পরিস্থিতিতে রাষ্ট্রপতির কাছে চিঠি দিয়েছেন বিধানসভার অধ্যক্ষ। এবার প্রাক্তন রাজ্যপালের সাথে কথা বললেন বিমান বন্দোপাধ্যায়। উল্লেখ্য উপ-রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থী ধনখড়কে সমর্থন করে তৃণমূল। 

Comments :0

Login to leave a comment