বিদেশি পর্যটককে ধর্ষন এবং ধাড়ালো অস্ত্র দিয়ে আঘাত করার অপরাধে গোয়ার এক রিসর্ট কর্মীকে গ্রেপ্তার করলো গোয়া পুলিশ। গোয়া পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, অভিষেক বর্মা নামে ওই রিসর্ট কর্মী একজন ডাচ তরুণীকে ধর্ষন করে খুন করেন। এছাড়া ওই তরুণীকে বাঁচাতে গেলে ধাড়ালো অস্ত্র দিয়ে এক ব্যাক্তিকে আঘাত করেন ওই অভিযুক্ত।
গোয়া পুলিশের আধিকারিক নিধিন ভালসান সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে, অভিযুক্ত কর্মী বিদেশি পর্যটককে হোটেলের অন্যত্র একটি জায়গায় নিয়ে গিয়ে হ্যান্থা করেন। তরুণী যখন সাহায্যের জন্য চিৎকার করতে থাকেন তখন স্থানীয় এক ব্যাক্তি তাঁকে বাঁচাতে ছুটে আসে। সেই সময় অভিযুক্ত পালিয়ে গেলেও পরে ধাড়ালো অস্ত্র নিয়ে এসে হামলা চালায় এবং সেখান থেকে সে পালিয়ে যায়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে দুজন আহত বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
Comments :0