TMC Attack

সিপিআই(এম) কর্মীর উপর হামলা, প্রতিরোধে পালালো তৃণমূল নেতা

জেলা পঞ্চায়েত ২০২৩

TMC Attack


মিছিল দেখে দিশেহারা হয়ে মিছিল শেষে সিপিআই(এম) কর্মীর উপর হামলা চালালো তৃণমূল নেতা। হামলায় মাথা ফাটল পার্টি কর্মীর। পাল্টা মার ও প্রতিরোধে এলাকা ছেড়ে পালালো তৃণমূল নেতা। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে, হাওড়ার আমতা থানার দেওড়ায়। ঘটনায় আহত সিপিআই(এম) কর্মীর নাম শেখ হাপিজুর। মারধরের ঘটনায় অভিযুক্ত তৃণমূল নেতা গোলাম মোস্তফা ওরফে কেলো মন্টু। আহত পার্টি কর্মীকে আমতা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মাথায় ব্যান্ডজ করে প্রাথমিক চিকিৎসা করা হয়। বৃহস্পতিবার তার মাথায় সিটি স্ক্যান হবে। সিপিআই(এম)’র পক্ষ থেকে আমতা থানায় অভিযোগ দায়ের করা হচ্ছে বলে জানা গেছে।

জানা গেছে, এদিন আমতা ১ নম্বর ব্লকের উদং ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে বামফ্রন্ট প্রার্থীদের সমর্থনে একটি মিছিলের আয়োজন করা হয়। মিছিলে গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে প্রচুর মানুষ জড়ো হয়। যা দেখে চক্ষু চড়ক গাছ হয়ে যায় তৃণমূলের। মিছিলটি দেওড়া মন্ডলপাড়া থেকে শুরু হয়ে দেওড়া প্রাইমারী স্কুলের সামনে শেষ হয়। গ্রাম পঞ্চায়েতের ৪ টি বুথ প্রায় ১ঘন্টা ধরে পরিক্রমা করে মিছিলটি। মিছিল শেষে যখন সিপিআই(এম) কর্মীরা বাড়ি ফিরছিল তখন তাদের সাথে বচসা জুড়ে দেয় তৃণমূল নেতা গোলাম মোস্তফা ওরফে কেলো মন্টু। সে মিথ্যা অভিযোগ করে বলে, কেন আমার নামে গালিগালাজ করছিলি। এরপরই সে হাত চালাতে থাকে। মেরে  শেখ হাপিজুরের মাথা ফাটিয়ে দেয়। এরপরই অন্যান্য পার্টি কর্মী সমর্থক ও স্থানীয় মানুষ তৃণমূলের দুষ্কৃতীকে ঘিরে ধরে প্রতিরোধ গড়ে তোলে। এরপরই এলাকা ছেড়ে পালায় গোলাম মোস্তফা ওরফে কেলো মন্টু। গ্রামবাসী সূত্রে জানা গেছে, কেলো মন্টু এই এলাকার যতরকম গুন্ডামীর কিংপিন।

 

Comments :0

Login to leave a comment