Siliguri CPIM Rally

সিপিআই(এম)’র প্রার্থীদের নিয়ে গ্রামবাসীদের মিছিল ফুলবাড়িতে

খেলা

Siliguri CPIM Rally


পঞ্চায়েতে ভোটে লুট, সন্ত্রাস, বুথদখল বিরুদ্ধে লড়াই করে জয় ছিনিয়ে এনেছেন ফুলবাড়ি ২গ্রাম পঞ্চায়েতের তিন সিপিআই(এম) প্রার্থী। জয়ী প্রার্থীদের শুভেচ্ছা জানাতে শুক্রবার প্রবল প্রাকৃতিক দূর্যোগকে উপেক্ষা করেই গ্রাম এলাকায় পৌঁছে যান সিপিআই(এম) দার্জিলিঙ জেলা সম্পাদক সমন পাঠক, পার্টি নেতা অশোক ভট্টাচার্য, জয় চক্রবর্তী, সৌরভ দাস প্রমুখ। ছাপ্পা ভোট ও ভোট লুটের তৃণমূলীদের সমস্ত চেষ্টার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেই পঞ্চায়েত নির্বাচনে বাম মনোনীত ফুলবাড়ি ২ জয়দেবভিটা, কালঙ্গিনী ও বানিয়াপাড়ার তিন সিপিআই(এম) প্রার্থী নূরনাহার বেগম, মনিরুল ইসলাম, নূর আলমদের বিপুল ভোটে জয়যুক্ত করেছেন এলাকার সাধারন মানুষ। জয়ী প্রার্থীদের সাথে দেখা করে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি পঞ্চায়েতের যে সমস্ত জায়গায় সিপিআই(এম) প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেছেন প্রত্যেকের সাথেই সাক্ষাৎ করেন নেতৃবৃন্দ। নির্বাচন পরবর্তী চাপা সন্ত্রাস ও হিংসার পরিবেশ কায়েম করা হয়েছে ফুলবাড়িতেও। আগামীদিনে সাংগঠনিক কাজকর্ম পরিচালনার ক্ষেত্রে করনীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করার পাশাপাশি নির্বাচন পরবর্তী সন্ত্রাস সাহসের সাথে মোকাবিলা করার কথা বলেন নেতৃবৃন্দ।  


সন্ত্রাসকে উপেক্ষা করেই ফুলবাড়ির গ্রামের রাস্তায় জয়ী তিন সিপিআই(এম) প্রার্থীদের নিয়ে মিছিল করলেন গ্রামবাসীরা। সিপিআই(এম)’র মিছিলকে ঘিরে সমস্ত ভয়ভীতির পরিবেশ থেকে গ্রামবাসীরা নিজেদের মুক্ত করেছেন। গ্রামবাসীরা জয়ী তিন প্রার্থীদের সাথে নিয়ে নিজেদের উদ্যোগেই জয়দেবভিটা, কালঙ্গিনী ও বানিয়াপাড়া পৃথক পৃথক বড় ধরনের মিছিল অনুষ্ঠিত করেছেন। মিছিলগুলি ছিলো লাল পতাকায় সুসজ্জিত। মিছিল থেকে লুটের পঞ্চায়েত ভেঙে দিয়ে মানুষের পঞ্চায়েত গড়ে তোলার আহ্বান জানিয়ে আওয়াজ উঠেছে। মিছিলগুলিকে কেন্দ্র করে ফুলবাড়ির গ্রাম এলাকায় ব্যাপক উৎসাহের সৃষ্টি হয়েছে। আগামীদিনে এলাকায় তৃণমূলীদের সন্ত্রাস প্রতিহত করতে ঐক্যবদ্ধ হয়েছে ফুলবাড়ি ২ গ্রামীণ এলাকার বাসিন্দারা। 

Comments :0

Login to leave a comment