ক্যাপশন- কৃষিমাঠ ভরিয়ে লাল ঝান্ডা হাতে শ্রমজীবী মহিলাদের মিছিল

শ্রমজীবী মহিলাদের মিছিল কালনায়

জেলা

Rally in Kalna Rally in Kalna



প্রায় ১৮ মাস ধরে একশ দিনের কাজের প্রকল্প বন্ধ। এই প্রকল্পের টাকা যারা চুরি করেছে, তাদের শাস্তি না দিয়ে কেন্দ্রের বিজেপি সরকার শ্রমজীবী মানুষকে শাস্তি দিচ্ছে। এই প্রকল্পের বকেয়া মজুরি পঞ্চায়েতে বহু ঘোরাঘুরি করেও মিলছে না। ফসলের ন্যায্য দাম না পাওয়ায় কৃষিতে অনীহা দেখা দিয়েছে কৃষকদের মধ্যে। তাই কৃষি মাঠে কাজ তেমনভাবে হচ্ছে না। বাধ্য হয়ে জীবিকার টানে ভিন রাজ্যে গিয়ে পরিযায়ী শ্রমিকের জীবন বেছে নিতে বাধ্য হচ্ছেন অনেকেই। পঞ্চায়েতে পঞ্চায়েতে চুরি করে এ রাজ্যের শাসক দল যেভাবে অন্যায় করেছে, তার থেকেও কেন্দ্র সরকার বেশি অন্যায় করেছে সাধারণ মানুষের উপর। কারণ চোরদের সাজা না দিয়ে কাজ বন্ধ করে সাধারণ মানুষকে কষ্টের মধ্যে ফেলেছেন। তাই তৃণমূলকে হারিয়ে এবং বিজেপিকে তাড়িয়ে এবার মানুষের পঞ্চায়েত গড়ে তোলার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন গ্রামের শ্রমজীবী মানুষরা। 
শুক্রবার সিপিআই(এম) কালনা-২ আঞ্চলিক কমিটির উদ্যোগে কুতুবপুর ও হবিবপুর গ্রামে মিছিল করেন শ্রমজীবী মহিলারা। লাল ঝান্ডা হাতে কৃষিমাঠ ভরিয়ে তারা আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বামফ্রন্ট প্রার্থীদের সমর্থনে স্লোগান দেন।


 

Comments :0

Login to leave a comment