ব্রিজভূষণের শাস্তি হলো না, শাস্তি পেল ভারতের কুস্তি ফেডারেশন।
ভারতের কুস্তি ফেডারেশনকে সাসপেন্ড করে দিল বিশ্ব কুস্তি সংস্থা। এমন যে হতে পারে, সেই আশঙ্কা ছিলই। ফেডারেশনের তদানীন্তন সভাপতি বিজেপি সাংসদ ব্রিজভূষণ সিংয়ের বিরুদ্ধে মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্তা করার অভিযোগ ওঠে। কুস্তিগিররা প্রতিবাদে রাস্তায় নামেন। চলতে থাকে ধরনা। কেন্দ্রীয় সরকার এত বড় অভিযোগেও নিষ্পৃহ থাকে। বরং কুস্তিগিরদের ওপরেই পুলিশি আক্রমণ চলে। এই ঘটনায় ফেডারেশনকে সতর্ক করেছিল বিশ্ব কুস্তি সংস্থা ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিঙ। নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য এশীয় প্রতিযোগিতা সরিয়েও নেওয়া হয়। ফেডারেশনকে নির্বাচিত কমিটি দিয়ে পরিচালনা করতে হবে বলে নির্দেশও দেয়। সেই নির্দেশের পরেও দু’দফায় নির্বাচন পিছিয়ে দেয় আইওসি নিযুক্ত অ্যাড হক কমিটি। অভিযোগ, পিছন থেকে কলকাঠি নাড়ছেন সেই ব্রিজভূষণই। তারই পরিণতিতে এইবার স্বীকৃতি সাসপেন্ড করে দেওয়া হলো।
ফল ভুগতে হবে কুস্তিগিরদের। আসন্ন বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতের কুস্তিগিরদের প্রতিদ্বন্দ্বিতা করতে হবে ‘দেশহীন’ হিসাবে। ভারতের পতাকা ব্যবহার করতে পারবেন না তাঁরা। তবে চীনের হাঙঝোউয়ে ২৩ সেপ্টেম্বর থেকে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসে তাঁরা ভারতের হয়ে লড়তে পারবেন। এশিয়ান গেমসে প্রতিদ্বন্দ্বীদের তালিকা যাচ্ছে আইওসি’র তরফে, কুস্তি ফেডারেশনের তরফে না।
Wrestling federation
কুস্তি ফেডারেশনকে সাসপেন্ড বিশ্ব সংস্থার
×
Comments :0